Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6191
১.১৯ জানুয়ারি ২০২০ দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায় কোন প্রতিষ্ঠান?
-PwC
২.উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কী?
-বঙ্গবন্ধু স্যাটেলাইট-২।
৩.দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে?
-২০২৩ সালে
৪.বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি?
-৪টি।
৫.দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
-ঢাকাই মসলিন
৬.বরগুনা সদর প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় কবে?
-৩১ ডিসেম্বর ২০২০
৭.দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কী?
-বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ।
৮.বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে?
-৮টি।
৯.জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেয়া হয় কবে?
-২৯ ডিসেম্বর ২০২০
১০.অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত?
-২০২১-২০২৫ সাল
১১.অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে কত কোটি টাকা?
-৬৪,৯৫,৯৮০
১২.আদমশুমারী ও গৃহগণনার বর্তমান নাম কী?
-জনশুমারি ও গৃহগণনা।
১৩.কোন সালের পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা করা হয়?
-২০১৩ সাল।
১৪.কত বছর পরপর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়?
-১০ বছর
১৫.ষষ্ঠ জনশুমারি ও গৃহগনণা কবে অনুষ্ঠিত হবে?
-২৫-৩১ অক্টোবর ২০২১
১৬.বাংলাদেশে প্রথম শরিয়াহভিত্তিক ইসলামী বন্ড সুকুরের নিলাম অনুষ্ঠিত হয় কবে?
-২৮ ডিসেম্বর ২০২০
১৭.প্রথম ইসলামী বন্ড সুকুক কী নামে ইস্যু করা হয়?
-ইজারা সুকুক
১৮.১ জানুয়ারি ২০২১ কোন দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়?
-স্ট্রান্ডার্ড ব্যাংক লিমিটেড
১৯.জানুয়ারি ২০২১ পর্যন্ত কতটি ব্যাংক পূর্নাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে?
-১০টি।
২০.এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কী?
-গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]