- Mon Feb 01, 2021 2:43 pm#6115
১.বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল কোনটি?
-অস্ট্রিক।
২.বাংলাকে জান্নাতবাদ নামে অভিহিত করেন কে?
-সম্রাট হুমায়ুন।
৩.বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে?
-বল্লাল সেন।
৪.মোগল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেন কে?
-বাবর।
৫.হাজী মুহাম্মদ মহসীনের বাড়ি কোন জেলায়?
-হুগলী জেলায়।
৬.তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন কে?
-ইলা মিত্র।
৭.বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
-ঈশ্বরদী, পাবনা।
৮.ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
-চতুর্থ।
৯.বাংলাদেশে মোট নিবন্ধিত চা বাগান কতটি?
-১৬৬টি।
১০.সুন্দরবনের দক্ষিণে দুবলার চর বিখ্যাত কীসের জন্য?
-মাছ ও শুটকির জন্য।
১১.বাংলাদেশ ওইক এর সদস্যপদ লাভ করে কত সালে?
-১৯৭৪ সালে।
১২.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
-১৩৬ তম।
১৩.জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে?
-ইসমাত জাহান।
১৪.জাতিসংঘের বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি কে?
-রাবার ফাতিমা।
১৫.সংসদে কাস্টিং ভোট বলা হয় কার ভোটকে?
-স্পিকারের ভোটকে।
১৬.বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় সরকার প্রধান কে?
-প্রধানমন্ত্রী।
১৭.চাপ সৃষ্টিকারী গোষ্টী শাসনবিভাগকে কীভাবে সহায়তা করে?
-তথ্য দিয়ে।
১৮.বাংলাদেশে মোট ইপিজেডের সংখ্যা কত?
-১০টি।
১৯.বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর?
-চার বছর।
২০.বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা অবস্থিত কোথায়?
-সৈয়দপুর, নীলফামারী।
-অস্ট্রিক।
২.বাংলাকে জান্নাতবাদ নামে অভিহিত করেন কে?
-সম্রাট হুমায়ুন।
৩.বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে?
-বল্লাল সেন।
৪.মোগল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেন কে?
-বাবর।
৫.হাজী মুহাম্মদ মহসীনের বাড়ি কোন জেলায়?
-হুগলী জেলায়।
৬.তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন কে?
-ইলা মিত্র।
৭.বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
-ঈশ্বরদী, পাবনা।
৮.ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
-চতুর্থ।
৯.বাংলাদেশে মোট নিবন্ধিত চা বাগান কতটি?
-১৬৬টি।
১০.সুন্দরবনের দক্ষিণে দুবলার চর বিখ্যাত কীসের জন্য?
-মাছ ও শুটকির জন্য।
১১.বাংলাদেশ ওইক এর সদস্যপদ লাভ করে কত সালে?
-১৯৭৪ সালে।
১২.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
-১৩৬ তম।
১৩.জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে?
-ইসমাত জাহান।
১৪.জাতিসংঘের বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি কে?
-রাবার ফাতিমা।
১৫.সংসদে কাস্টিং ভোট বলা হয় কার ভোটকে?
-স্পিকারের ভোটকে।
১৬.বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় সরকার প্রধান কে?
-প্রধানমন্ত্রী।
১৭.চাপ সৃষ্টিকারী গোষ্টী শাসনবিভাগকে কীভাবে সহায়তা করে?
-তথ্য দিয়ে।
১৮.বাংলাদেশে মোট ইপিজেডের সংখ্যা কত?
-১০টি।
১৯.বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর?
-চার বছর।
২০.বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা অবস্থিত কোথায়?
-সৈয়দপুর, নীলফামারী।