Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6063
১. বারো ভূঁইয়া বলা হতো কোন আমলে জমিদারদের?
- মুঘল আমলের।
২. বাংলাদেশে বারোভূঁইয়ার অভ্যুত্থান ঘটে ?
- আকবরের সময়।
৩. বাংলার জমিদারগণ মুঘল সম্রাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন ,এদের সংখ্যা নির্দিষ্ট করা প্রায় অসম্ভব তারা পরিচিত ছিলেন?
- বারো ভূঁইয়া নামে।
৪. বাংলার ভাটি অঞ্চলের শাসক ঈশা খাঁ এর জীবনকাল?
- ১৫২৯-১৫৯৯।
৫. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন?
- ঈশা খাঁ।
৬. "এগারসিন্দুর গ্রাম "এর নামকরনের কারন হল ?
- পূর্বে সেখানে 11 টি নদীর সংযোগস্থল ছিল।

বাংলার সুবেদারি শাসন
১. কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন ?
- হুমায়ূন।
২. কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ সুবাহ( স্বর্গীয় প্রদেশ )বলে আখ্যায়িত করেছিলেন?
- হুমায়ূন।
৩. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?
- হুমায়ূন।
৪. বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ?
- আকবর, জাহাঙ্গীর (শুরু করেন আকবর প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর)
৫. "সুবা বাংলা "শব্দটি প্রথম ব্যবহার করা হয়?
- সম্রাট আকবরের সময়।
৬. "সুবা বাংলা" মানে?
- বাংলা বিহার উড়িষ্যা।
৭. কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন?
- ১৫৭৬।
৮. বাংলার প্রথম সুবেদার কে ছিলেন?
- ইসলাম খান।
৯. ঢাকার ধোলাই খাল কে খনন করেন ?
- ইসলাম খান।
১০. কোন সম্রাটের আমলে পর্তুগীজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয় ?
-শাহজাহান।
১১. ঢাকা গেট কে নির্মাণ করেন ?
-মীর জুমলা।
১২. মীর জুমলার কামান টি কোন যুদ্ধে ব্যবহৃত হয়?
-আসাম যুদ্ধে।
১৩. সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন ?
-শাহ সুজা।
১৪. কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন?
-শায়েস্তা খান।
১৫. বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও জলদস্যুদের উৎপাত থেকে রক্ষা করেন ?
-শায়েস্তা খান।
১৬. ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম ?
-চট্টগ্রাম।
১৭. কোন মুঘল সম্রাট চট্টগ্রাম দখল করেন নাম রাখেন ইসলামাবাদ?
-শায়েস্তা খান।
১৮. শায়েস্তা খানের আমলে ১ টাকায় চাল পাওয়া যেত?
-৮ মন।
১৯. বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কর্তৃক শাষিত হয়?
-During Mughal Period.
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]