Page 1 of 1

সাম্প্রতিক ৫০ টি প্রশ্ন ও উত্তর ( পর্বঃ ০২)

Posted: Wed Sep 19, 2018 4:13 pm
by awal
০১। বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক কোথায় অবস্থিত?
(ক) ভারত
(খ) রাশিয়া
(গ) চীন
(ঘ) বাংলাদেশ©©©

০২। দেশের ১২তম সিটি কর্পোরেশনের নাম?
(ক) গাজিপুর
(খ) ময়মনসিংহ©©©
(গ) সিলেট
(ঘ) ফরিদপুর

০৩। হালুম কি?
(ক) শিশুতোষ গ্রন্থ©©©
(খ) শিশুদের রোগ
(গ) শিশুদের খেলনা
(ঘ) টিভি অনুষ্ঠান

০৪। কানাডার পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশদ্ভুত মহিলা এমপি ডলি বেগম বাংলদেশ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) মৌলভীবাজার©©©
(খ) সুনামগঞ্জ
(গ) সিলেট
(ঘ) হবিগঞ্জ

০৫। "One belt one road" নীতির উদ্যেক্তা দেশ কোনটি?
(ক) ভারত
(খ) চীন©©©
(গ) রাশিয়া
(ঘ) আমেরিকা

০৬। ফ্যালকন-৯ কি?
(ক) স্যাটেলাইট
(খ) রকেট©©©
(গ) পারমাণবিক বোমা
(ঘ) প্রতিষ্ঠান

০৭। মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের নেতৃত্ব দেন কে?
(ক) ডোনাল্ড ট্রাম্প (খ) কিম জং উন
(গ) মুন জায়ে ইন©©© (ঘ) কিম ইয়ং চোল

০৮। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসেন ?
(ক) ০১ জুন, ২০১৮©©© (খ) ৩০ জুলাই, ২০১৮
(গ) ৩০ আগস্ট, ২০১৮ (ঘ) ৩০ অক্টোবর, ২০১৮

০৯। জি-৭ থেকে বহিষ্কৃত দেশ কোনটি?
(ক) জাপান (খ) যুক্তরাজ্য©©© (গ) জার্মানি (ঘ) রাশিয়া

১০। ‘নিন্দিত নন্দন’ আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক?
(ক) আসমা জাহাঙ্গীর (খ) কবি বেলাল চৌধুরী
(গ) ফেরদৌসি প্রিয়ভাসিনী©©© (ঘ) বারী সিদ্দিকী

১১। জাতীয় ভোটার দিবস ঘোষণা করা হয়েছে -
(ক) ১ মার্চ©©© (খ) ৬ মার্চ (গ) ২৫ মার্চ (ঘ) ১২ ডিসেম্বর

১২। What Happened - গ্রন্থটির লেখক কে?
(ক) বারাক ওবামা (খ) মিশেল ওবামা
(গ) নরেন্দ্র মোদী (ঘ) হিলারি ক্লিনটন©©©

১৩। রাশিয়া ফিফা বিশ্বকাপ ২০১৮ এর মাসকট-এর নাম -
(ক) জাবিভাকা©©© (খ) টেলস্টার-১৮
(গ) লুজনিকি (ঘ) ফিফা-১৮

১৪। মোস্তফা নূরুল ইসলাম ছিলেন -
(ক) জাতীয় অধ্যাপক©©© (খ) রাজনীতিবিদ
(গ) শিক্ষাবিদ (ঘ) রাষ্ট্রপতি

১৫। ক্রিকেট ইতিহাসের প্রথম চারদিনের দিবারাত্রের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় কোন দুটি দেশের মধ্যে?
(ক) জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা©©©
(খ) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
(গ) জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ
(ঘ) দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড

১৬। দেশের সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক কোনটি?
(ক) সিটিজেন ব্যাংক লিমিটেড
(খ) প্রবাসী কল্যাণ ব্যাংক©©©
(গ) বাংলা ব্যাংক লিমিটেড
(ঘ) পিপলস ব্যাংক লিমিটেড

১৭। ২০১৮ সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হবে না?
(ক) সাহিত্য©©© (খ) শান্তি (গ) রসায়ন (ঘ) অর্থনীতি

১৮। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করেছে?
(ক) ১১০ (খ) ১১৯©©© (গ) ১২০ (ঘ) ১২৯

১৯। পাকিস্তানের ১১তম জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে কোন দল?
(ক) পিএমএলএন (খ) পিপিপি
(গ) পিটিআই©©© (ঘ) লস্কর-ই-তৈয়বা

২০। 'Friends of Bangladesh' পুরস্কার দেয়া হয়েছে কাকে?
(ক) সায়মন ড্রিং (খ) ওডারল্যান্ড
(গ) ইন্দিরা গান্ধী (ঘ) ফ্রান্সিস জুলিয়ান©©©

২১। ৫৯তম গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক জয় করেন কে?
(ক) মুনীর ইসলাম (খ) সৌমিত্র দাস
(গ) আহমেদ জাওয়াদ©©© (ঘ) জয়দীপ সাহা

২২। উপমহাদেশের সর্বোচ্চ টাওয়ার জ্যাকব টাওয়ারের উচ্চতা কত?
(ক) ২১৫ ফুট (খ) ২২৫ ফুট ©©©
(গ) ৩১৫ ফুট (ঘ) ৩২৫ ফুট

২৩। ‘আরসা’ কোন দেশের বিদ্রোহী সংগঠন?
(ক) মিয়ানমার©©© (খ) রাশিয়া
(গ) কলম্বিয়া (ঘ) উত্তর কোরিয়া

২৪। সম্প্রতি বাঙ্গালী ও মুসলিম বিষয়ে ভারতের সঙ্কটপূর্ণ আলোচিত রাজ্য কোনটি?
(ক) কাশ্মীর (খ) আসাম (গ) ত্রিপুরা (ঘ) পশ্চিমবঙ্গ

২৫। ‘গাঙচিল’ উপন্যাসটির লেখক কে?
(ক) হুমায়ুন আহমেদ (খ) ওবাইদুল কাদের©©© (গ) আসাদুজ্জামান নুর (ঘ) রাশেদ খান

২৬। চীনের মনুষ্যবিহীন প্রথম হেলিকপ্টারের নাম কী?
(ক)AV4oow (খ) AV500W©©©
(গ) AV600w (ঘ) AV700w

২৭। বর্তমানে কোন দেশের প্রেসিডেন্টের মেয়াদ আমৃত্যু?
(ক) তুরস্ক (খ) চীন©©© (গ) রাশিয়া (ঘ) খ + গ©©©

২৮। পোপ ফান্সিস ঢাকায় সফর করেন-
(ক) ৩০ নভেম্বর, ২০১৭©©© (খ) ৩০ নভেম্বর, ২০১৮
(গ) ৩০ নভেম্বর, ২০১৬ (ঘ) ৩০ নভেম্বর, ২০১৫

২৯। বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যু| কেন্দ্র কোন দেশের?
(ক) চীন (খ) রাশিয়া©©© (গ) জার্মানি (ঘ) যুক্তরাজ্য

৩০। কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কে?
(ক) ফিলিপ (খ) জুয়ান কার্লোস
(গ) মারিয়ানা রাজয় (ঘ) কার্লোস পুজদেমন©©©

৩১। দশম BRICS শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-
(ক) জিয়ামেন, চীন
(খ) জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা ©©©
(গ) ব্রাসিলিয়া, ব্রাজিল
(ঘ) মস্কো, রাশিয়া

৩২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কোন বিভাগটি খোলা হয়েছে?
(ক) জাপানিজ স্টাডিজ (খ) আমেরিকান স্টাডিজ
(গ) মালয়লাল স্টাডিজ (ঘ) নরডিক স্টাডিজ

৩৩। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবন কে?
(ক) বিজ্ঞানী মাকসুদুল আলম
(খ) অধ্যাপক মোবারক আহমেদ খান©©©
(গ) নিলয় আহমেদ
(ঘ) জনাব এ.এইচ হাসিবুর রহমান

৩৪। উন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট জি-৭ এর একমাত্র এশিয়া দেশ কোনটি?
(ক) জাপান©©© (খ) দক্ষিণ কোরিয়া
(গ) চীন (ঘ) যুক্তরাজ্য

৩৫। সম্প্রতি থাইল্যান্ডের পাহাড়ে আটকা পড়া কিশোর ফুটবলারদের উদ্ধার করতে গিয়ে কোন ডুবুরির মৃত্যু হয়?
(ক) সামান গুনান©©© (খ) ডেভিড সামান
(গ) কেনিং হার্টস (ঘ) গুসাম লর্ড

৩৬। নারী মুক্তিযুদ্ধা কাঁকন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন?
(ক) ২ নং (খ) ৩ নং (গ) ৪ নং (ঘ) ৫ নং©©©

৩৭। SDG এর লক্ষ্যমাত্রা কতটি?
(ক) ২৭টি (খ) ১৭টি©©© (গ) ৮টি (ঘ) ২১টি

৩৮। ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়?
(ক) ৩০ অক্টবর” ১৭©©© (খ) ১২ মার্চ” ১৮
(গ) ১৪ মার্চ” ১৭ (ঘ) ২৪ নভেম্বর” ১৭

৩৯। "Exam Warriors" গ্রন্থটির লেখক কে?
(ক) নরেন্দ্র মোদী©©© (খ) মিশেল ওবামা
(গ) বারাক ওবামা (ঘ) বিল ক্লিনটন

৪০। বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম -
(ক) ব্রাক অন্বেষা©©© (খ) জিস্যাট-৯ (গ) বঙ্গবন্ধু-১ (ঘ) স্টুনিক-১

৪১। বর্তমান বিশ্বে সবচেয়ে কম বয়স্ক রাষ্ট্র প্রধান -
(ক) ইমানুয়েল ম্যাখো (খ) জাস্টিন ট্রুডো
(গ) ক্যার্লাজ পুজদেমন (ঘ) সেবাস্টিয়ান কুৎস©©©

৪২। রাজনীতি ছাড়া মাহাথির মাহাম্মদ ছিলেন একজন-
(ক) ডাক্তার©©© (খ) ইঞ্জিনিয়ারিং
(গ) সৈনিক (ঘ) অন্য কিছু নয়

৪৩। ইসরাইলের মুদ্রার নাম কি?
(ক) মোংডু (খ) তুগরিক (গ) বাথ (ঘ) শেকেল©©©

৪৪। ময়মনসিংহ বিভাগের প্রতিষ্ঠা-
(ক) ২০১৫ সালে©©© (খ) ২০১৪ সালে
গ) ২০১৬ সালে (ঘ) ২০১৩ সালে

৪৫। 'Friends of Banglades' পুরস্কার দেয়া হয়েছে কাকে?
(ক) সায়মন ড্রিং (খ) ওডারল্যান্ড
(গ) ইন্দিরা গান্ধী (ঘ) ফ্রান্সিস জুলিয়ান©©©

৪৬। NATO’ এর ২৯তম সদস্য দেশ কোনটি?
(ক) মন্ট্রিনিগ্রো©©© (খ) তুরস্ক
(গ) আলবেনিয়া (ঘ) বেলজিয়াম

৪৭। সম্প্রতি ৯ জুলাই, ২০১৮ হর্ন অব আফ্রিকার কোন দুটি দেশের মধ্যে শান্তি চুক্তি সম্পাদিত হয়?
(ক) ইথিওপিয়া-ইরিত্রিয়া (খ) ইথিওপিয়া-সোমালিয়া
(গ) ইথিওপিয়া-জিবুতি (ঘ) ইরিত্রিয়া-সোমালিয়া

৪৮। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণলয়ের অধীনে?
(ক) অর্থ মন্ত্রণালয় (খ) বাণিজ্য মন্ত্রণালয়©©©
(গ) পররাষ্ট্র মন্ত্রণালয় (ঘ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৪৯। ইয়েমেনে ‘বিপ্লবের জননী’ বলা হয় যাকে?
(ক) আলী আব্দুল্লাহ সালেহকে
(খ) তাওয়াক্কল কারমানকে ©©©
(গ) আলী মোহাম্মদ মুজুরকে
(ঘ) সুলতান মুহাম্মদকে

৫০। ২০১৮ সালের ‘প্রোডাক্ট অব দ্যা ইয়ার’ ঘোষণা করা হয়েছে কী?
(ক) ঔষধ©©©
(খ) বই
(গ) পোশাক
(ঘ) কাগজ শিল্প

সংগৃহিতঃ- Mamun