Page 1 of 1

BCS পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন: পার্ট-১০

Posted: Wed Jan 27, 2021 2:54 pm
by sakib
১.বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?
-ফখরুদ্দিন মুবারক শাহ।
২.উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কী?
-২০০ নটিক্যাল মাইল।
৩.চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচিত্র কোনটি?
-মর থেংগারি।
৪.বাংলাদেশে তথ্য অধিকার আইন পাস হয় কত সালে?
-২৯ মার্চ ২০০৯।
৫.গারোদের ধর্মের নাম কী?
-সাংসারেক।
৬.বাংলাদেশে প্রশাসনের কেন্দ্রবিন্দু কী?
-সচিবালয়।
৭.ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কত সালে?
-১৬১০ সালে।
৮.বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রার অর্জনকারী শিল্প কী?
-তৈরি পোশাক।
৯.বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কত সালে?
-১৯৫৭ সালে।
১০.ভারতের সাথে বাংলাদেশের পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
-নয়াদিল্লি, ভারত।
১১.বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার অবস্থিত?
-সাভার, ঢাকা ।
১২.বাংলাদেশের পাহাড় শ্রেণি কোন ভূ-তাত্ত্বিক যুগের?
-টারশিয়ারি যুগের।
১৩.বাংলাদেশ এলএনজি যুগে প্রবেশ করে কত সালে?
-২৪ এপ্রিল ২০১৮ ।
১৪.সবচেয়ে কম বয়সী বীরশ্রেষ্ঠ কে?
-সিপাহী হামিদুর রহমান।
১৫.বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জা করেন কে?
-শিল্পাচার্য জয়নুল অবেদিন।
১৬.জাতীয় সংসদে বেসরকারি দিবস কবে?
-বৃহস্পতিবার।
১৭.বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
-লুই আই কান।
১৮.বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি?
-চট্টগ্রাম ইপিজেড।
১৯.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
-১৩৬ তম।
২০.পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল কোনটি?
-চাঁদপুর।

Re: BCS পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন: পার্ট-১০

Posted: Thu Jan 28, 2021 3:13 pm
by nabila
Very helpful :D