Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5886
১.বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন?
-পরিকল্পনা মন্ত্রণালয়।
২.স্বাধীনতার পর দেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
-১৯৭৪ সালে।
৩.বাংলাদেশে দ্বিতীয় আদশুমারী অনুষ্ঠিত হয় কোন সালে?
-১৯৮১ সালে।
৪.বাংলাদেশে পঞ্চম আদমশুমারি ও গৃহগননা কবে অনুষ্ঠিত হয়?
-১৫-১৯ মার্চ ২০১১।
৫.বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোথায় অবস্থিত?
-আগারগাঁও, ঢাকা-১২০৭।
৬.অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ এর তথ্যানুযায়ী স্থল জন্ম হার কত?
-১৮.৫ জন।
৭.অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ এর তথ্যানুযায়ী স্থুল মৃত্যুহার কত?
-৫.১ জন।
৮.অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ এর তথ্যানুযায়ী নারীদের গড় আয়ুষ্কাল কত?
-৭৩.৫ বছর।
৯.ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে?
-জ্যামিতিক হারে।
১০.জনসংখ্যার হিসেবে বাংলাদেশ বর্তমানে এশিয়ার কততম জনাধিক্য দেশ?
-পঞ্চম।
১১.জনসংখ্যার দিক দেয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
-চতুর্থ।
১২.জাতিসংঘের অর্থনীতি ও সমাজবিষয়ক দপ্তরের জনসংখ্যা বিভাগের মতে ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা কত হবে?
-২২২ মিলিয়ন।
১৩.অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
-১.৩৭%।
১৪.অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
-১,১০৩ জন।
১৫.জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
-ঢাকা।
১৬.জনবসতির ঘনত্ব সর্বাপেক্ষা কম কোন জেলায়?
-বান্দরবান।
১৭.বান্দরবনে প্রতি বর্গ কিলোমিটারে কত জন লোক বাস করে?
-৮৭ জন।
১৮.বর্তমান পরিকল্পনা মন্ত্রী কে?
-এম এ মান্নান।
১৯.অবিভক্ত বাংলায় প্রথম কখন আদমশুমারি শুরু হয়?
-১৮৬১ সালে।
২০.জনসংখ্যা বিস্ফোরণ কী?
-কোনো দেশের জনসংখ্যা অতি ক্ষিপ্রগতিতে বৃদ্ধি পেলে তাকে জনসংখ্যা বিস্ফোরণ বলে।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  73 Views
  by aamrctg
  0 Replies 
  182 Views
  by mousumi
  0 Replies 
  146 Views
  by mousumi
  0 Replies 
  183 Views
  by bdchakriDesk
  0 Replies 
  109 Views
  by sakib