Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5864
১.বাঙালি জাতি গড়ে উঠেছে –
-অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে।
২.বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
-বঙ্গ।
৩.বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
-দ্বাদশ।
৪.পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
-২ ডিসেম্বর ১৯৯৭।
৫.বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ছিলেন কে?
-মুহিতুল ইসলাম।
৬.বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ রয়েছে কতটি?
-১৫৩টি।
৭.বাংলাদেশের কোন শিল্পী পটুয়া নামে পরিচিত?
-কামরুল হাসান।
৮.সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন কী?
-পদার্থবিদ।
৯.অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর জীবনী লিপিবদ্ধ রয়েছে কত সাল পর্যন্ত?
-১৯৫৪।
১০.বাংলা একাডেমির মূল ভবনের নাম কী?
-বর্ধমান হাউজ।
১১.বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কী?
-বানৌজা পদ্মা।
১২.প্রাচীন পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত?
-মহাস্থানগড় ।
১৩.সূর্য কন্যা বলা হয় কাকে?
-তুলা গাছকে।
১৪.গোলআলু বাংলাদেশে আনা হয় কোথা থেকে?
-ইউরোপের হল্যান্ড থেকে।
১৫.বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি কোনটি?
-সুন্দরবন।
১৬.শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯৭২ সালে।
১৭.বাংলাদেশের বিমানের প্রতীক কী?
-বলাকা।
১৮.গুপ্ত সম্রাজ্য ধ্বংস হয় কী দ্বারা?
-হুন শক্তির দ্বারা।
১৯.সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
-লর্ড উইলিয়াম বেন্টিং।
২০.জাতীয় ডেটা সেন্টার বা তথ্য ভান্ডার অবস্থিত কোথায়?
-কালিয়াকৈর, গাজীপুর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]