Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5830
১.বিশ্বের মেগাসিটির তালিকায় ঢাকা প্রথম অন্তর্ভুক্ত হয় কত সালে?
-১৯৮০ সালে।
২.বাংলাদেশের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি কী?
-জন্মসূত্র ও অনূমোদনসূত্র
৩.মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নির্বাচন করেন কে?
-প্রধানমন্ত্রী।
৪.প্রাচীন কর্ণসুবর্ণ বলতে বোঝায় কী?
-আধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে।
৫.কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
-১৯৫৭ সালে।
৬.আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কত সালে?
-১০ এপ্রিল ১৯৭১।
৭.বাংলার শস্যভান্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
-বরিশাল।
৮.বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কতবছর?
-৪ বছর
৯.বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেটি নামে পরিচিত?
-কাঁকন বিবি।
১০.বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত?
-ওরিয়েন্টাল।
১১.বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কী?
-ক্যাপ্টেন এম. মনসুর আলী।
১২.স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে ছবি ছিল কিসের?
-কেন্দ্রীয় শহীদ মিনারের।
১৩.হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি কে?
-লারোস।
১৪.সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ও আদিম সামাজিক সংগঠন কোনটি?
-পরিবার।
১৫.বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি?
-৪১টি।
১৬.সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কী?
-বাংলাদেশ কংগ্রেস।
১৭.দেশে ইলিশের অভয়ারণ্য সর্বমোট কতটি?
-৬টি।
১৮.একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে কত সালে?
-৩০ জানুয়ারি ২০১৯।
১৯.শেখ হাসিনা নকশিপল্লি কোথায় অবস্থিত?
-জামালপুর।
২০.৬ষ্ঠ আদমশুমারী ও গৃহগননা কবে অনুষ্ঠিত হবে?
-১৭-২৪ মার্চ ২০২১।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    359 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]