Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5823
১.ভেক্টর রাশির যোজনের উদাহরণ কী?
-চলন্ত গাড়িতে বৃষ্টির পতন।
২.প্রাসের বিচরণ পথ একটি কী?
-অধিবৃত্তাকার।
৩.একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কী হবে?
-চারগুণ।
৪.বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ এর মান কী হয়?
-বাড়ে।
৫.বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে কীসের উপর?
-ভর ও ঘূর্ণন অক্ষের উপর।
৬.তরলের কোন ধর্মের জন্য পানির উপর তেল ছড়িয়ে পড়ে?
-পৃষ্ঠটান।
৭.পর্যায়বৃত্ত গতির উদাহরণ কোনটি?
-ঘড়ির কাঁটার গতি।
৮.সাধারণ অবস্থায় তরল কেমন?
-ব্রোমিন।
৯.মানবদেহের লম্বা ও বৃহৎ অস্থির নাম কী?
-ফিমার।
১০.কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়?
-রেনিন ।
১১.আমিষ জাতীয় খাদ্য পরিপাক শুরু হয় কোথায়?
-পাকস্থলিতে।
১২.পিত্তের বর্ণের জন্য দায়ী বিলিরুবিন তৈরি হয় কোথায়?
-প্লীহায়।
১৩.রক্তের উপাদান কতটি?
-২টি। যথা:
১.রক্তরস এবং
২.রক্ত কণিকা
১৪.শ্বেত রক্তকষিকার পরিমাণ বেড়ে গেলে কী হয়?
-লিউকেমিয়া ।
১৫.মানবদেহে খনিজ লবণ থাকে কত ভাগ?
-শতকরা ৪ ভাগ।
১৬.মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?
-১৯৭১ সালে।
১৭.মনিটর, প্রিন্টার, প্রজেক্টর ইত্যাদি কী?
-আউটপুট ডিভাইস।
১৮.কম্পিউটারের হার্ডওয়্যারের কতটি অংশ?
-তিনটি।
১৯.কম্পিউটারের ভাইরাস কী?
-এক ধরনের বিশেষ প্রোগ্রাম।
২০.কোন ডিভাইস কোন সংকেতকে চিহ্নিত করতে পারে?
-সেন্সর ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    1 Replies 
    1508 Views
    by Abrar
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]