- Thu Jan 21, 2021 2:31 pm#5796
১.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশকে কতটি সাব-সেক্টরে ভাগ করা হয়?
-৬৪টি ।
২.বাংলায় মোগল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে?
-ইসলাম খান।
৩.ঢাকার ‘ছোট কাটরা’ ও ‘লালবাগের দুর্গ’ নির্মাণ করেন কে?
-শায়েস্তা খান।
৪.অহিংস ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় কত তারিখে?
-৭ মার্চ ভাষণে ।
৫.বঙ্গভঙ্গ রহিত করেন কে?
-লর্ড চার্লস হার্ডিঞ্জ।
৬.১৯৫৪ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২১ দফার প্রথম দফা কোনটি?
-বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া।
৭.কাঁচা পাটের একটি গাইটের ওজন কত?
-সাড়ে তিন মন।
৮.বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়?
-ময়মনসিংহ।
৯.বাথান ও দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত জেলা কোনটি?
-সিরাজগঞ্জ ও পাবনা।
১০.বাংলাদেশের প্রধান ধান কোনটি?
-বোরো
১১.চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
-ফেবো।
১২.বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?
-চাকমা।
১৩.জীবনতরী কী?
-ভাসমান হাসপাতাল।
১৪.বাংলাদেশের চামড়া শিল্পনগরী অবস্থিত কোথায়?
-সাভার।
১৫.বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়?
-বিজয়পুর।
১৬.বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত কোথায়?
-গাজীপুর।
১৭.বাংলাদেশের সংবিধান শেষ হয়েছে কতটি তফসিল দিয়ে?
-৭টি তফসিল দিয়ে।
১৮.অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে?
-১৭ নং অনুচ্ছেদে।
১৯.বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
-অ্যাটর্নি জেনারেল।
২০.বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত?
-২৫ বছর।
-৬৪টি ।
২.বাংলায় মোগল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে?
-ইসলাম খান।
৩.ঢাকার ‘ছোট কাটরা’ ও ‘লালবাগের দুর্গ’ নির্মাণ করেন কে?
-শায়েস্তা খান।
৪.অহিংস ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় কত তারিখে?
-৭ মার্চ ভাষণে ।
৫.বঙ্গভঙ্গ রহিত করেন কে?
-লর্ড চার্লস হার্ডিঞ্জ।
৬.১৯৫৪ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২১ দফার প্রথম দফা কোনটি?
-বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া।
৭.কাঁচা পাটের একটি গাইটের ওজন কত?
-সাড়ে তিন মন।
৮.বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়?
-ময়মনসিংহ।
৯.বাথান ও দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত জেলা কোনটি?
-সিরাজগঞ্জ ও পাবনা।
১০.বাংলাদেশের প্রধান ধান কোনটি?
-বোরো
১১.চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
-ফেবো।
১২.বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?
-চাকমা।
১৩.জীবনতরী কী?
-ভাসমান হাসপাতাল।
১৪.বাংলাদেশের চামড়া শিল্পনগরী অবস্থিত কোথায়?
-সাভার।
১৫.বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়?
-বিজয়পুর।
১৬.বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত কোথায়?
-গাজীপুর।
১৭.বাংলাদেশের সংবিধান শেষ হয়েছে কতটি তফসিল দিয়ে?
-৭টি তফসিল দিয়ে।
১৮.অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে?
-১৭ নং অনুচ্ছেদে।
১৯.বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
-অ্যাটর্নি জেনারেল।
২০.বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত?
-২৫ বছর।