Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#748
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি:২০১৮

সাম্প্রতিক বাংলাদেশ ও অান্তর্জাতিক সর্বশেষ সাধারণ জ্ঞান।
------------------------ ------------------------------------
1.১৭ জুলাই ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ম্লাদিমির পুতিন প্রথমবারের মতাে বৈঠক করেন কোথায়?
উত্তর : হেলসিংকি, ফিনল্যান্ড।

2.২০১৮ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১১৫তম

3.২০১৮ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক

4.২০১৮ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: সােমালিয়া

5.২০১৮ সালের গােল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
উত্তর: মাইকেল ওন্দাৎজ

6.২০১৮ সালের ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (IMO) প্রথম বাংলাদেশি হিসেবে, স্বর্ণপদক লাভ করে কে?
উত্তর: আহমেদ জাওয়াদ চৌধুরী

7.৫ জুলাই ২০১৮ কোন দেশ OECD’র ৩৬তম সদস্যপদ লাভ করে?
উত্তর: লিথুয়ানিয়া

8.COMESA’র নতুন মহাসচিব কে?
উত্তর: চিলিসে এমপুণ্ডু কাপওয়াপে (জাম্বিয়া)

9.COMESA’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ৩৬টি

10.OPEC’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৫টি

11.অর্থনৈতিক সহযােগিতা ও উন্নয়ন সংস্থার (OECD) বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ৩৬টি

12.অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব কে?
উত্তর: ঝুমি নাইডু

13.আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নতুন মহাপরিচালক কে?
উত্তর: অ্যান্টোনিও ভিটারিনাে (পর্তুগাল)

14.ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত এ যুদ্ধ সমাপ্তির ঘােষণা দেয়া হয় কবে?
উত্তর : ৯ জুলাই ২০১৯

15.ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করে দেশটির পার্লামেন্টে আইন পাস হয় কবে?
উত্তর: ১৯ জুলাই ২০১৮

16.কোন উপন্যাসের জন্য গােল্ডেন ম্যান বুকার পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: The English Patient

17.জাতীয় সংসদে এ পর্যন্ত সংবিধানের কতটি সংশােধনী পাস হয়েছে?
উত্তর: ১৭টি

18.জাতীয় সংসদে সংবিধান (সপ্তদশ সংশােধন) বিল ২০১৮ পাস হয় কবে?
উত্তর: ৮ জুলাই ২০১৮

19.ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) বর্তমান থানার সংখ্যা কতটি?
উত্তর: ৫০টি

20.দেশের সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক কোনটি?
উত্তর: প্রবাসী কল্যাণ ব্যাংক

21.প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর: মারিও আন্দো বেনিয়েজ

22.বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযােদ্ধার সংখ্যা কত?
উত্তর: ৫০টি

23.বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত ব্যাংক কতটি?
উত্তর: ৯টি

24.বর্তমানে মােট প্রাকৃতিক ঐতিহ্য কতটি?
উত্তর : ২০৯টি।

25.বর্তমানে মােট সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
উত্তর : ৮৪৫টি।
26.বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে মােট কতটি স্থান রয়েছে?
উত্তর: ১,০৯২টি।

27.মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর: আন্দ্রেজ ম্যানুয়েল লােপেজ ওরাডর

28.যুক্তরাজ্যের বর্তমান BREXIT মন্ত্রী কে?
উত্তর: ডমিনিক রাব

♥Recent General Knowledge : বাজেট ২০১৮

1.২০১৮-১৯ সালের বাজেট কত তম?
উত্তর: ৪৮ তম

2.২য় সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে?
উত্তর: শিক্ষা ও প্রযুক্তি খাত, ৬৭,৯৩৫ কোটি টাকা (১৪.৬%)

3.GDP প্রবৃদ্ধি কত?
উত্তর: ৭.৮%

4.Projected মাথাপিছু আয় কত?
উত্তর: ১,৯৫৬ মার্কিন ডলার

5.Social Safety Net এ বরাদ্দ কত?
উত্তর: ৬৪,৬৫৬ কোটি টাকা

6.গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করমুক্ত আয়সীমা কত?
উত্তর: ৪,২৫,০০

7.প্রতিবন্ধী করমুক্ত আয়সীমা কত?
উত্তর: ৪,০০,০০০

8.বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP)জিডিপির কত অংশ?
উত্তর: ৬.৮২%

9.ভ্যাটের বর্তমান স্তর কয়টি ও কি কি?
উত্তর: ৫ টি ২%, ৪.৫%, ৫%, ৭%, এবং ১০% ( পূর্বে ৯ টি ছিল)

10.মহিলা ও ৬৫ বছরের উর্ধ্বে করমুক্ত আয়সীমা কত?
উত্তর: ৩,০০,০০০

11.মোট বাজেটের পরিমাণ কত?
উত্তর: ৪,৬৪,৫৭৩কোটি টাকা (জিডিপির ১৮.৩১%)

12.রাজস্ব আয় কত?
উত্তর: ৩,৩৯,২৮০ কোটি টাকা

13.রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কত?
উত্তর: ৪০০ কোটি টাকা

14.সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে?
উত্তর: জনপ্রশাসন খাত, ৮৩,৫০৯ কোটি টাকা ( ১৮%)

15.সাধারন করমুক্ত আয়সীমা কত?
উত্তর: ২,৫০,০০০০

♥Recent General Knowledge : অর্থনৈতিক সমীক্ষা ২০১৮

1.GDP তে কৃষি খাতের অবদান (সাময়িক)
উত্তর: ১৪.১০%

2.GDP তে শিল্পখাতের অবদান (সাময়িক)
উত্তর: ৩৩.৭১%

3.GDP তে সেবা খাতের অবদান (সাময়িক)
উত্তর: ৫২.১৮%

4.GDP প্রবৃদ্ধির হার
উত্তর: ৭.৬৫%

5.Projected GDP
উত্তর: ৭.৮%

6.Projected মূল্যস্ফীতি
উত্তর: ৫.৬%

7.ইন্টারনেট ইউজার
উত্তর: ৮.০৮ কোটি

8.এক বছরের কম বয়সী শিশু মৃত্যুহার
উত্তর: ২৮ জন (প্রতি হাজারে)

9.ঔষধ রপ্তানি করা হয়
উত্তর: ১৪৫ টি দেশে

10.চলতি মূল্যে মাথাপিছু GDP
উত্তর: ১৬৭৭ মার্কিন ডলার

11.চলতি মূল্যে মাথাপিছু আয়
উত্তর: ১৭৫২ মার্কিন ডলার

12.জনসংখ্যা
উত্তর: ১৬ কোটি ৮ লক্ষ

13.জনসংখ্যা বৃদ্ধির হার
উত্তর: ১.৩৭%

14.জনসংখ্যার ঘনত্ব
উত্তর: ১০৯০ জন (বর্গ কি:মি)

15.তফসিলভূক্ত মোট ব্যাংক
উত্তর: ৫৮ টি

16.দারিদ্র্যের ঊর্ধ্বসীমা
উত্তর: ২৪.৩

17.দারিদ্র্যের নিম্নসীমা
উত্তর: ১২.৯

18.প্রত্যাশিত গড় আয়ু
উত্তর: ৭১.৬ বছর

19.প্রাকৃতিক গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ
উত্তর: ২৭.৭৬ ট্রিলিয়ন ঘনফুট

20.প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক মোট মজুদ
উত্তর: ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট

21.বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায়
উত্তর: জাপান থেকে

22.বিদেশি বীমা
উত্তর: ১ টি

23.বিশেষায়িত ব্যাংক
উত্তর: ৩ টি

24.বেসরকারি বাণিজ্যিক ব্যাংক
উত্তর: ৪০ টি

25.বৈদেশিক ব্যাংক
উত্তর: ৯ টি

26.ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান
উত্তর: ৩৪ টি

27.মোট বীমা
উত্তর: ৭৮ টি

28.মোবাইল গ্রাহক
উত্তর:১৪.৭ কোটিম

29.রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক
উত্তর: ৬ টি

30.সংস্থা হিসেবে বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায়
উত্তর: IDA থেকে

31.সবচেয়ে বেশি Remittance আসে
উত্তর: সৌদি আরব থেকে

32.সবচেয়ে বেশি আমদানি করা হয়
উত্তর: চীন

33.সবচেয়ে বেশি রপ্তানি করা হয়
উত্তর: যুক্তরাষ্ট্র

34.সরকারি জীবন বীমা
উত্তর: ১ টি

35.সাধারন বীমা
উত্তর: ১ টি

36.স্বাক্ষরতারর হার
উত্তর: ৭১%

♥Recent General Knowledge : রাশিয়া বিশ্বকাপ -২০১৮: আসর -২১তম

১১ টি শহরের ১২ টি স্টেডিয়ামে খেলা

1.২১ তম ফুটবল বিশ্বকাপে মুসলিম দেশ অংশগ্রহণ করেছে
উত্তর: ৭ টি

2.২১ তম বিশ্বকাপে ১ম গােল করে
উত্তর: রাশিয়ার গাজিল্কি

3.৩য় সেরা –
উত্তর: বেলজিয়াম

4.৪র্থ সেরা –
উত্তর: ইংল্যান্ড

5.আত্মঘাতী গোল –
উত্তর: ১২ টি

6.আরব দেশ-
উত্তর: ৪ টি (সৌদি আরব, মিশর, তিউনশিয়া , মরক্কো)

7.গােল্ডেন বল জিতে –
উত্তর: লুকা মডরিচ (ক্রোয়েশিয়া )

8.গােল্ডেন বুট-
উত্তর: হ্যারি কেন – ৬ গােল (ইংল্যান্ড)

9.গোল্ডেন বল –
উত্তর: লুকা মড্রিচ ( ক্রোয়েশিয়া)

10.চ্যাম্পিয়ন –
উত্তর: ফ্রান্স (২য় বার, সর্বশেষ ১৯৯৮)

11.জাবিভাকা অর্থ –
উত্তর: জংলী নেকড়ে

12.টেলস্টার শব্দটি এসেছে
উত্তর: Television + Star
13.থিম সং-
উত্তর: Live it up(Nicky Jam)

14.নক আউটের বলের নাম –
উত্তর: টেলস্টার মেচতা

15.নকআউট থেকে ফাইনালপর্বের বলের নাম –
উত্তর: টেলস্টার মেচতা (Telstar Mesta)

16.নতুন দল –
উত্তর: পানামা এবং আইসল্যান্ড

17.নর্ডিক দেশ-
উত্তর: ৩ টি (আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক)

18.প্রথম গোল –
উত্তর: ইউরি গাজিনস্কি ( রাশিয়া)

19.প্রথম বার অংশগ্রহণকারী দেশ
উত্তর: ২ টি (আইসল্যান্ড ও পানামা )

20.প্রথমবার সংযোজন –
উত্তর: VAR ( Video Assistant Referee)

21.ফাইনাল ম্যাচ-
উত্তর: ফ্রান্স vs ক্রোয়েশিয়া (লুঝনিকি স্টেডিয়াম মস্কো)

22.ফুটবল বিশ্বকাপের মাসকটের নাম
উত্তর: জাবিভাকা (Zabivaka)

23.ফেয়ার প্লে –
উত্তর: স্পেন

24.বিশ্বকাপ থেকে ১ম বাদ যায় –
উত্তর: মিশর

25.বিশ্বকাপ ফুটবল ২০১৮ অনুষ্ঠিত হয় –
উত্তর: ১৪ জুন, ফাইনাল – ১৫ জুলাই।

26.বিশ্বকাপ বিজয়ী দেশ –
উত্তর: ফ্রান্স

27.বিশ্বকাপে মােট গােল হয়েছে –
উত্তর: ১৬৯ টি

28.বিশ্বকাপের গ্রুপ –
উত্তর: ৮ টি।

29.মােট অংশগ্রহণকারী দেশ –
উত্তর: ৩২ টি

30.মােট ম্যাচ –
উত্তর: ৬৪ টি

31.মেচতা অর্থ –
উত্তর: Ambition

32.রানার আপ –
উত্তর: ক্রোয়েশিয়া ( প্রথমবার ফাইনাল)

33.সবচেয়ে বেশি গোল –
উত্তর: বেলজিয়াম ( ১৬ টি)

34.হ্যাট্রিক –
উত্তর: ২ টি ( ক্রিশ্চিয়ানো রোনালদো, হ্যারি ক্যান)

সংগৃহীত
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]