Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5759
১.সর্বপ্রথম তেজস্ক্রিয় পদার্থ হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
-ইউরেনিয়াম।
২.আধুনিক রসায়নের জনক বলাহয় কাকে?
-ব্রিটিশ রসায়নবিদ জন ডাল্টনকে।
৩.নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে কোনটি?
-ইলেকট্রন।
৪.ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি কোথায়?
-উপকেন্দ্রে।
৫.ভিটামিন সি এর রাসায়নিক নাম কী?
-অ্যাসকরবিক এসিড।
৬.সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?
-পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
৭.স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মিশানো হয়?
-নিকেল ও ক্রোমিয়াম।
৮.পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কী?
-কৃত্রিম বুদ্ধিমত্তা।
৯.সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে?
-লাল আলোতে।
১০.আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন কোন বিজ্ঞানী?
-বিজ্ঞানী রোমার।
১১.পেনিসিলিন আবিষ্কার করেন কে?
-আলেক্সান্ডার ফ্লেমিং।
১২.সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে?
-বিকিরণ।
১৩.কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে?
-আলট্রাভায়োলেট রশ্মি।
১৪.চর্মরোগ প্রতিরোধ ও ত্বককে মসৃণ রাখে কোনটি?
-স্নেহ জাতীয় খাবার।
১৫.ফরমালিনের রাসায়নিক নাম কী?
-ফরমালডিহাইড।
১৬.বিশ্বে প্রথম বার্ড ফ্ল এর অস্তিত্ব পাওয়া যায় কোথায়?
-হংকং।
১৭.বাংলাদেশে সর্বাধিক আর্সেনিক পাওয়া যায় কতটি জেলায়?
-৬১ টি।
১৮.সাইনাসের প্রদাহজনিত রোগকে কী বলে?
-সাইনুসাইটিস।
১৯.মস্তিষ্কের রক্তণালিতে রক্ত জমাট বাধলে তাকে কী বলে?
-সিরিব্রাল থ্রম্বোসিস।
২০.বাংলাদেশের প্রধান ডায়াবেটিস চিকিৎসা প্রতিষ্ঠানের নাম কী?
-বারডেম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1216 Views
    by bdchakriDesk
    0 Replies 
    214 Views
    by bdchakriDesk
    1 Replies 
    1577 Views
    by Abrar
    0 Replies 
    143 Views
    by bdchakriDesk
    0 Replies 
    213 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]