Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5757
১.বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত?
-ওরিয়েন্টাল।
২.কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
-আওরঙ্গজেব।
৩.প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
-২৬ ফেব্রুয়ারি ১৯৫২ সালে।
৪.মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনবার্সন মন্ত্রী ছিলেন কে?
-এ. এইচ. এম কামারুজ্জামান।
৫.মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা কে?
-অ্যালেন গিন্সবার্গ।
৬.ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান?
-ময়মনসিংহ।
৭.বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর?
-৪ বছর।
৮.বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
-মৌলভিবাজার।
৯.দেশের প্রথম ইংল্যান্ড কনটেইনার নৌ টার্মিনাল কোথায় অবস্থিত?
-পানগাঁও, কেরানিগঞ্জ।
১০.হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি কে?
-লারোস।
১১.সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ও আদিম সামাজিক সংগঠন কোনটি?
-পরিবার।
১২.পরিবারের মনস্তাত্ত্বিক কাজ কী?
-সন্তান লালন পালন।
১৩.রাষ্ট্রের উপাদান কতটি?
-৪টি।
১৪.বাংলাদেশ ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান কে?
-প্রধানমন্ত্রী।
১৫.বাংলাদেশে আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্রের সংখ্যা কতটি?
-২৭টি।
১৬.জাতীয় নিরাপদ সড়ক দিবস কী?
-২২ অক্টোবর।
১৭.বাংলাদেশে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
১৮.বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত কোথায়?
-সুন্দরবনের নিকটবর্তী বঙ্গোপসাগরে।
১৯.বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট কতটি?
-৪টি।
২০.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কী?
-তিস্তা সেচ প্রকল্প।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]