Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5721
১.বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর কোনটি?
-নারায়ণগঞ্জ।
২.বাংলাদেশের উল্লেখযোগ্য নদ কী কী?
-১.কপোতাক্ষ নদ
২.ব্রহ্মপুত্র নদ
৩.আড়িয়াল খাঁ নদ ইত্যাদি

আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী
১.প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের কতটি আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী রয়েছে?
-৫৭টি [সূত্র: যৌথ নদী কমিশন]; ৫৮ টি [সূত্র: বাংলাপিডিয়া] ।
২.বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী কতটি?
-৫৪টি। [সূত্র: যৌথ নদী কমিশন]; ৫৫ টি [সূত্র: বাংলাপিডিয়া]।
৩.মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদী কতটি?
-৩টি। যথা:
১.সাঙ্গু
২.মাতামুহুরী
৩.নাফ
৪.আন্তঃসীমান্ত নদীর মধ্যে কোনটি ভুটান, ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত?
-দুধকুমার।
৫.ভারত, চীন, এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর নাম কী?
-ব্রহ্মপুত্র।
৬.নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর নাম কী?
-গঙ্গা ।
৭.বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে কোন কোন নদী?
-পুনর্ভবা, আত্রাই প্রভৃতি।

বৃহত্তম-দীর্ঘতম-প্রশস্ততম নদী
বিষয় – নদী/নদ
দীর্ঘতম নদী – মেঘনা
দীর্ঘতম নদ – ব্রহ্মপুত্র
বৃহত্তম নদী – মেঘনা
কুমিল্লার দুঃখ – গোমতী
খরস্রোতা নদী – কর্ণফুলী
প্রশস্ততম নদী – মেঘনা
দীর্ঘপথ অতিক্রমকারী নদ- ব্রহ্মপুত্র
গভীরতম নদী – মেঘনা
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  123 Views
  by kausar
  0 Replies 
  96 Views
  by kausar
  0 Replies 
  386 Views
  by kausar
  0 Replies 
  96 Views
  by kausar
  1 Replies 
  137 Views
  by adil