- Mon Jan 18, 2021 10:46 am#5689
১.নদী কাকে বলে?
-পাহাড়, হ্রদ, প্রস্রবণ প্রভৃতি উচ্চ ভূমিতে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ নির্দিষ্ট প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন অপর কোনো জলাশয়, হ্রদ বা সাগরে মিলিত হয় তখন ঐ প্রবাহকে নদী বলা হয়।
২.নদীর বিজ্ঞানসম্মত বিদ্যাকে কী বলে?
-পোটোমলোজি।
৩.নদী প্রণালি বা নদী ব্যবস্থা গঠিত হয় কিভাবে?
-একটি নদী ও তার উপনদীসমূহ একত্রে মিলে।
৪.মোহনা কাকে বলে?
-নদী যে স্থানে সমুদ্রে বা হ্রদে মিলিত হয় ।
৫.উপনদী কাকে বলে?
-নদীর চলার পথে যখন ছোট ছোট অন্যান্য নদী বা জলধারা এসে মিলিত হয়ে প্রবাহ দান করে তখন তাকে উপনদী বলে।
৬.বাংলাদেশের নদীনালাকে কতটি নদীপ্রণালি বা নদী ব্যবস্থায় বিভক্ত করা হয়েছে?
-চারটি। যথা
১.ব্রহ্মপুত্র-যমুনা
২.গঙ্গা-পদ্মা
৩.সুরমা-মেঘনা
৪.চট্টগ্রাম অঞ্চলের নদ নদীসমূহ।
৭.বাংলাদেশের দীর্ঘতম নদী প্রণালি কোনটি?
-সুরমা-মেঘনা নদী প্রণালি।
৮.বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ্য কত?
-২৪,১৪০ কিমি।
৯.বাংলাদেশে নদ-নদীর সংখ্যা কত?
-৩১০টি।
১০.বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কী?
-গোবরা ।
১১.বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোথায়?
-হালদা নদী।
১২.বাংলাদেশের নদীবন্দরগুলো কী কী?
-১.ঢাকা
২.নারায়ণগঞ্জ
৩.বরিশাল
৪.চাঁদপুর
৫.খুলনা
৬.বাঘাবাড়ি
৭.পটুয়াখালী
৮.নরসিংদী
৯.আরিচা
১০.নটাখোলা
১১.দৌলতদিয়া
১২.টঙ্গী
১৩.মাওয়া
১৪.চর-জানাজাত
১৫.আশুগঞ্জ-ভৈরববাজার
১৬.ভোলা
১৭.বরগুনা
১৮.নোয়াপাড়া
১৯.মীরকাদিম
২০.ছাতক ও
২১.মেঘনাঘাট
-পাহাড়, হ্রদ, প্রস্রবণ প্রভৃতি উচ্চ ভূমিতে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ নির্দিষ্ট প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন অপর কোনো জলাশয়, হ্রদ বা সাগরে মিলিত হয় তখন ঐ প্রবাহকে নদী বলা হয়।
২.নদীর বিজ্ঞানসম্মত বিদ্যাকে কী বলে?
-পোটোমলোজি।
৩.নদী প্রণালি বা নদী ব্যবস্থা গঠিত হয় কিভাবে?
-একটি নদী ও তার উপনদীসমূহ একত্রে মিলে।
৪.মোহনা কাকে বলে?
-নদী যে স্থানে সমুদ্রে বা হ্রদে মিলিত হয় ।
৫.উপনদী কাকে বলে?
-নদীর চলার পথে যখন ছোট ছোট অন্যান্য নদী বা জলধারা এসে মিলিত হয়ে প্রবাহ দান করে তখন তাকে উপনদী বলে।
৬.বাংলাদেশের নদীনালাকে কতটি নদীপ্রণালি বা নদী ব্যবস্থায় বিভক্ত করা হয়েছে?
-চারটি। যথা
১.ব্রহ্মপুত্র-যমুনা
২.গঙ্গা-পদ্মা
৩.সুরমা-মেঘনা
৪.চট্টগ্রাম অঞ্চলের নদ নদীসমূহ।
৭.বাংলাদেশের দীর্ঘতম নদী প্রণালি কোনটি?
-সুরমা-মেঘনা নদী প্রণালি।
৮.বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ্য কত?
-২৪,১৪০ কিমি।
৯.বাংলাদেশে নদ-নদীর সংখ্যা কত?
-৩১০টি।
১০.বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কী?
-গোবরা ।
১১.বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোথায়?
-হালদা নদী।
১২.বাংলাদেশের নদীবন্দরগুলো কী কী?
-১.ঢাকা
২.নারায়ণগঞ্জ
৩.বরিশাল
৪.চাঁদপুর
৫.খুলনা
৬.বাঘাবাড়ি
৭.পটুয়াখালী
৮.নরসিংদী
৯.আরিচা
১০.নটাখোলা
১১.দৌলতদিয়া
১২.টঙ্গী
১৩.মাওয়া
১৪.চর-জানাজাত
১৫.আশুগঞ্জ-ভৈরববাজার
১৬.ভোলা
১৭.বরগুনা
১৮.নোয়াপাড়া
১৯.মীরকাদিম
২০.ছাতক ও
২১.মেঘনাঘাট