Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5659
বিশ্বের সমুদ্রবন্দর
১.এডেন কোন দেশের সমুদ্রবন্দর?
-ইয়েমেন।
২.পোর্ট সৈয়দ বন্দরটি কোথায় অবস্থিত?
-মিশরে।
৩.আকাবা কোন দেশের সমুদ্রবন্দর?
-জর্ডান।
৪.মিয়ানমারের একটি সমুদ্রবন্দরের নাম কী?
-আকিয়াব।
৫.লিসবন কোন দেশের সমুদ্রবন্দর?
-পর্তুগাল।
৬.ফ্রান্সের বৃহত্তম বন্দর কোনটি?
-ভার্সাই।
৭.বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরের নাম কী?
-চট্টগ্রাম।
৮.দক্ষিণ এশিয়ার সর্বপ্রধান বন্দর ও বাণিজ্যকেন্দ্র কোনটি?
-সিঙ্গাপুর।
৯.কোন নদীর মোহনায় জার্মানির প্রধান বন্দর হামবুর্গ অবস্থিত?
-এলব ।
১০.জাপানের বিখ্যাত বন্দরের নাম কী?
-ইয়োকোহামা।
১১.ভ্যাঙ্কভার কোন দেশের সমুদ্রবন্দর?
-কানাডা।
১২.যুক্তরাষ্ট্রের আটলান্টিক মহাসাগরের তটে অবস্থিত দুটি বন্দরের নাম কী কী?
-বোস্টন ও নিউইয়র্ক।
১৩.সার্কভুক্ত কোন দেশগুলোর সমুদ্র বন্দর নেই?
-নেপাল, আফগানিস্তান ও ভুটান ।

বিশ্বের বিখ্যাত খাল
নাম – অবস্থান
গ্র্যান্ড খাল – চীন
গোটা খাল – সুইডেন
সুয়েজ খাল – মিশর
পানামা খাল – পানামা
এলক ট্রেড খাল – জার্মানি
ম্যানচেস্টার খাল – ইংল্যান্ড
উইল্যান্ড খাল – কানাডা
প্রিন্সেস জুলিয়ানা খাল – নেদারল্যান্ডস
কিয়েল খাল – জার্মানি

সমুদ্র সৈকত
সমুদ্র সৈকতের নাম – অবস্থান
কক্সবাজার সমুদ্র সৈকত – বাংলাদেশ
স্যান্ডোওয়ে সৈকত – মিয়ানমার
স্যান সেবাসতিয়ান বীচ – স্পেন
কনটিস প্লেজ – ফ্রান্স
সেন্ট জর্জ আইসল্যান্ড বীচ – আমেরিকা
ক্যালগ্রে বে – যুক্তরাজ্য
নেপলস সি-বিচ – ফ্লোরিডা
নাইন্টি মাইল বিচ – নিউজিল্যান্ড
খোরফাক্কান সৈকত – আরব আমিরাত
ওমান সৈকত – ওমান
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]