Page 1 of 1

বিসিএস সহ সকল পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন: পার্ট-২০

Posted: Sat Jan 16, 2021 1:50 pm
by rajib
১.জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
-টোকিও।
২.জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
-১৯৭২ সাল।
৩.সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
-তাম্র যুগের।
৪.আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কোন সালে?
-১৯৪১ সালে।
৫.আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত?
-১৩ জন।
৬.ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
-দক্ষিণ-পূর্ব এশিয়া।
৭.আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় কবে?
-১৯৮৯ সালে।
৮.কোনটি স্থলবেষ্টিত দেশ নয়?
-ভিয়েতনাম।
৯.আলেপ্পো শহরটি কোন দেশের?
-সিরিয়ার।
১০.মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
-উগান্ডা।
১১.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
-ডব্লিউ হ্যারিসন।
১২.জাতিপুঞ্জ বিলুপ্ত হয় কত সালে?
-২০ এপ্রিল ১৯৪৬।
১৩.ওজোন স্তর পৃথিবীকে কোন রশ্মি রক্ষা করে?
-অতিবেগুনি রশ্মি।
১৪.ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক কে?
-আন্দ্রে আজুলে।
১৫.নেপালের বর্তমান ও প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-বিদ্যা দেবী ভান্ডারী।
১৬.পর্তুগাল ম্যাকাও শাসন করে কত বছর?
-৪৪২ বছর।
১৭.পিংক সিটি নামে পরিচিত কোনটি?
-ভারতের জয়পুর।
১৮.জোয়ান অব আর্ক ছিলেন কে?
-ফ্রান্সের সেনাপতি।
১৯.কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিবাদ ছিল?
-শাত-ইল আরব।
২০.২০২২ সালের আইসিসি ওয়ার্ল্ডকাপ টি ২০ অনুষ্ঠিত হবে কোথায়?
-অস্ট্রেলিয়ায়।
২১.কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে?
-ইউনেস্কো।