Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5597
১.বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে অন্তর্ভুক্ত ছিল কার?
-বঙ্গ জনপদের।
২.গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন কে?
-আলাউদ্দিন হোসেন শাহ।
৩.আকবরের শাসনামলে সোনারগাঁয়ের জমিদার ছিরেন কে?
-ঈসা খা।
৪.বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে?
-কাসিম খান জুয়িনী।
৫.ইন্ডিয়ান পেনাল কোড প্রণীত হয় কত সালে?
-১৮৬০ সালে।
৬.তমদ্দুন মজলিস গঠিত হয় কত সালে?
-১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
৭.৬ দফা দাবি উত্থাপিত হয় কোথায়?
-লাহোরে।
৮.বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কে?
-তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব।
৯.বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়?
-সিলেটের মালনীছড়ায়।
১০.বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কত সালে?
-১৯৭৪ সালে।
১১.বাংলাদেশের একমাত্র মৎস গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ময়মনসিংহে।
১২.প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে কোথায়?
-বান্দরবনে।
১৩.অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারী শুরু হয় কত সালে?
-১৮৭২ সালে।
১৪.হাজংদের অধিবাস কোথায়?
-ময়মনসিংহ ও নেত্রকোণা।
১৫.বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা?
-পরিকল্পনা কমিশন।
১৬.বাংলাদেশ উন্নয়ন ফোরাম এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
-বাংলাদেশ এইড গ্রুপ।
১৭.পরিকল্পনা কমিশনের মধ্যমেয়াদি পরিকল্পনা মেয়াদকাল হলো কত বছর?
-৫ বছর ।
১৮.দেশের প্রথম ওষুধ পার্ক স্থাপিত হচ্ছে কোথায়?
-গজারিয়ায়।
১৯.দেশের ইপিজেড সমূহে বিনিয়োগ রয়েছে কতটি?
-৩৭টি।
২০.গার্মেন্টস পণ্য প্রথম রপ্তানি করা হয় কোথায়?
-ফ্রান্সে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    212 Views
    by shohag
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]