- Wed Jan 13, 2021 12:41 pm#5526
বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর
(৯ জানুয়ারি ১৯৩৬-২৩ মার্চ ২০২০)
১.শিক্ষাবিদ ও সাহিত্যিক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন?
-চাঁদপুর জেলার কচুয়ায়।
২.ছোটগল্পে অবদানের জন্য তিনি কবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন?
-১৯৬৯ সালে।
৩.শিক্ষা ও গবেষনায় অবদানের জন্য তিনি কবে একুশে পদক লাভ করেন?
-২০০৯ সালে।
৪.তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম কী কী?
-ছোটগল্প: অবিচ্ছিন্ন দূরদুরান্ত, এক ধরনের যুদ্ধ, গণতন্ত্রের প্রথম দিন ও অন্যান্য গল্প, বিপ্লব দীর্ঘজীবী হোক, গল্প সমগ্র, বারুদের গন্ধ চার ধারে।
উপন্যাস: মহাকাব্য, আমরা যেভাবে বেঁচে আছি।
মকবুলা মনজুর
১৪ সেপ্টেম্বর ১৯৩৮-৩ জুলাই ২০২০
১.লেখক ও ঔপন্যাসিক মকবুলা মনজুর কোথায় জন্মগ্রহণ করেন?
-সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাইয়ে ।
২.তার উল্লেখযোগ্য গ্রন্থ কী কী?
-আর এক জীবন, অবসন্ন গান, বৈশাখে শীর্ণ নদী, জল রং ছবি পতিত পৃথিবী, শিয়রে নিয়ত সূর্য, অচেনা নক্ষত্র, কনে দেখা আলো, লীলা কমল, কালের মন্দিরা একটাই জীবন, নক্ষত্রের তলে।
৩.তিনি বাংলা একাডেমি পুরস্কার পান কবে?
-২০০৫ সালে ।
ড.আশরাফ সিদ্দিকী
১ মার্চ ১৯২৭- ১৯ মার্চ ২০২০
১.লোকসাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী কোথায় জন্মগ্রহণ করেন?
-টাঙ্গাইল।
২.তিনি বাংলা একাডেমির কততম মহাপরিচালক ছিলেন?
-চতুর্থ।
৩.১৯৪৮ সালে দুর্ভিক্ষের প্রেক্ষাপটে তার রচিত কবিতার নাম কী?
-তালেব মাস্টার।
৪.তার রচিত ছোটগল্প গলির ধারের ছেলেটি অবলম্বনে কোন চলচিত্র নির্মাণ করা হয়?
-ডুমুরের ফুল।
৫.তার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কারগুলো কী কী?
-একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
(৯ জানুয়ারি ১৯৩৬-২৩ মার্চ ২০২০)
১.শিক্ষাবিদ ও সাহিত্যিক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন?
-চাঁদপুর জেলার কচুয়ায়।
২.ছোটগল্পে অবদানের জন্য তিনি কবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন?
-১৯৬৯ সালে।
৩.শিক্ষা ও গবেষনায় অবদানের জন্য তিনি কবে একুশে পদক লাভ করেন?
-২০০৯ সালে।
৪.তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম কী কী?
-ছোটগল্প: অবিচ্ছিন্ন দূরদুরান্ত, এক ধরনের যুদ্ধ, গণতন্ত্রের প্রথম দিন ও অন্যান্য গল্প, বিপ্লব দীর্ঘজীবী হোক, গল্প সমগ্র, বারুদের গন্ধ চার ধারে।
উপন্যাস: মহাকাব্য, আমরা যেভাবে বেঁচে আছি।
মকবুলা মনজুর
১৪ সেপ্টেম্বর ১৯৩৮-৩ জুলাই ২০২০
১.লেখক ও ঔপন্যাসিক মকবুলা মনজুর কোথায় জন্মগ্রহণ করেন?
-সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাইয়ে ।
২.তার উল্লেখযোগ্য গ্রন্থ কী কী?
-আর এক জীবন, অবসন্ন গান, বৈশাখে শীর্ণ নদী, জল রং ছবি পতিত পৃথিবী, শিয়রে নিয়ত সূর্য, অচেনা নক্ষত্র, কনে দেখা আলো, লীলা কমল, কালের মন্দিরা একটাই জীবন, নক্ষত্রের তলে।
৩.তিনি বাংলা একাডেমি পুরস্কার পান কবে?
-২০০৫ সালে ।
ড.আশরাফ সিদ্দিকী
১ মার্চ ১৯২৭- ১৯ মার্চ ২০২০
১.লোকসাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী কোথায় জন্মগ্রহণ করেন?
-টাঙ্গাইল।
২.তিনি বাংলা একাডেমির কততম মহাপরিচালক ছিলেন?
-চতুর্থ।
৩.১৯৪৮ সালে দুর্ভিক্ষের প্রেক্ষাপটে তার রচিত কবিতার নাম কী?
-তালেব মাস্টার।
৪.তার রচিত ছোটগল্প গলির ধারের ছেলেটি অবলম্বনে কোন চলচিত্র নির্মাণ করা হয়?
-ডুমুরের ফুল।
৫.তার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কারগুলো কী কী?
-একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।