Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#729
☸ বাংলাদেশের প্রথম রেললাইন বসানো হয়.?
-১৮৬২ সালে।

☸ BRTA(Bangladesh Road Tansport Authority) গঠিত হয়.?
- ১৯৮৮ সালে।

☸ ঢাকার সাথে চট্টগ্রামের সড়কপথের দূরত্ব.?
- ২৭৮ কিমি।

☸ যমুনা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে.?
- ৪.৮ কিমি ও ১৮.৫ মিটার।

☸ যমুনা সেতুর পাইল, পিলার ও স্প্যানের সংখ্যা যথাক্রমে.?
- ১২১টি, ৫০টি ও ৪৯ টি।

☸ মহখালী ফ্লাইওভার উদ্বোধন হয়.?
- ৪ নভেম্বর ২০০৪।

☸ ডাক বিভাগের স্লোগান.?
- সেবাই আদর্শ।

☸ প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য.?
- ৬.১৫ কিমি।

☸ প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রের নাম.?
- বেতবুনিয়া, রাঙামাটি (১৯৭৫সাল)।

☸ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর মুল সড়কের দৈর্ঘ্য.?
- ২৬ কিমি (ঘূর্ণায়মান পথসহ ৩২ কিমি)।

☸ বাংলাদেশ বিমানের প্রথম নারী পাইলট.?
- কানিজ ফাতেমা রোকসানা।

☸ বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম যানবাহন কারখানার নাম.?
- প্রগতি ইন্ডাস্ট্রিজ।

☸ আন্ত:নগর ট্রেন সার্ভিস চালু হয়.?
-১৯৮৬ সালে।

☸ দেশে কার্ড ফোন চালু হয় .?
- ১৯৯২ সালে।

☸ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কার্যক্রম শুরু করে.?
- ২০০২ সালে।

☸ দেশে ইন্টারনেট চালু হয়.?
- ১৯৯৬ সালে।

☸ বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তির চালু হয়.?
- ২১ জুলাই ২০০৯।

☸ বাংলাদেশে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়.?
- ২১ মে ২০০৬।

☸ বাংলাদেশে মোবাইল ফোনের যাত্রা শুরু হয়.?
- ১৯৯৩ সালে।

☸ বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি.?
- সিটিসেল(দ্য প্যাসিফিক বাংলাদেশ টিলিকম লিমিটেড)।

☸ সর্বশেষ মোবাইল কোম্পানি.?
-ওয়ারিদ, এয়ারটেল নামে যাত্রা শুরু - - ২০ ডিসেম্বর ২০১০ সাল।

☸ দেশের একমাত্র সরকারি মোবাইল কোম্পনি.?
- টেলিটক, ৩১ মার্চ ২০০৫ সাল থেকে।

সংগৃহিতঃ ‎কল্পনা বিলাসী

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]