Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5497
১.বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
-নীলনদ।
২.নীলনদের দৈর্ঘ্য কত কিলোমিটার?
-৬,৮২৫ কিলোমিটার।
৩.নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় ও কী কী?
-১১টি। যথা:
১.ইথিওপিয়া
২.সুদান
৩.দক্ষিণ সুদান
৪.মিসর
৫.রুয়ান্ডা
৬.তাঞ্জানিয়া
৭.উগান্ডা
৮.বরুন্ডি
৯.কঙ্গো
১০.ইরিত্রিয়া ও
১১.কেনিয়ার মধ্য দিয়ে
৪.বিশ্বের বৃহত্তম নদী কোনটি?
-আমাজন।
৫.দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
-আমাজন।
৬.আমাজন কোথায় পতিত হয়েছে?
-আটলান্টিক মহাসাগরে।
৭.আমাজন নদীর কয়টি উপনদী রয়েছে?
-২০টি।
৮.কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়?
-আমাজন নদী।
৯.টাইগ্রস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কী?
-দজলা ও ফোরাত।
১০.বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি?
-ডি নদী (যুক্তরাষ্ট্র)।
১১.আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে?
-দানিয়ুব নদীকে।
১২.দানিয়ুব নদী কোথায় পতিত হয়?
-কৃষ্ণসাগরে।
১৩.এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
-ইয়াংসিকিয়াং।
১৪.দানিয়ুব নদী কতটি দেশকে অতিক্রম করেছে ও কী কী?
-১০টি। যথা:
১.জার্মানি
২.অস্ট্রিয়া
৩.স্লোভাকিয়া
৪.হাঙ্গেরী
৫.মলদোভা
৬.ক্রোয়েশিয়া
৭.সার্বিয়া
৮.রোমানিয়া
৯.বুলগেরিয়া
১০.ইউক্রেন।
১৫.দানিয়ুব নদীর দৈর্ঘ্য কত?
-২,৮৪২ কিমি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1730 Views
    by rafique
    0 Replies 
    1438 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1761 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1773 Views
    by masum
    0 Replies 
    1070 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]