Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5465
১.মহা হিসাব নিরীক্ষককে নিয়োগ করেন কে?
-রাষ্ট্রপতি তাকে নিয়োগ দান করেন।
২.মহা হিসাব নিরীক্ষক কত সময়কাল পর্যন্ত তার পদে বহাল থাকেন?
-৬৫ বছর অথবা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে।
৩.আর্থিক হিসাবের কতটি অংশ ও কী কী?
-আর্থিক হিসাব প্রধানত দুটি অংশে বিভক্ত। যথা:
১.সংযুক্ত তহবিল: এর আবার তিনটি অংশ রয়েছে। যথা –
ক.রাজস্ব
খ.মূলধন
গ.ঋণ
২.অন্যান্য অর্থ: এ অংশটি অবার দুটি ভাগ রয়েছে। যথা:
ক.ঋণ জমা ও অগ্রিম
খ.রেমিট্যান্স
৪.আয় কাকে বলে?
-শ্রম, সম্পদ বিনিয়োগ এবং রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে যে প্রত্যাশিত বিষয় অর্জন করা হয় তাকে আয় বলে।
৫.আয় কত প্রকার ও কি কি?
-আয় দু প্রকার। যথা:
১.জাতীয় আয় ও
২.ব্যক্তিগত আয়
৬.রাষ্ট্রপতি সংবিধানের কোন ধারা মোতাবেক মহা হিসাব নিরীক্ষক নিয়োগ দেন?
-১২৭ (১) ধারা মতে।
৭.মহা হিসাব নিরীক্ষকের কর্মের শর্তাবলী কে নির্ধারণ করেন?
-রাষ্ট্রপতি।
৮.মহাহিসাব নিরীক্ষকের পদের বৈশিষ্ট্য কী?
-এটি একটি সাংবিধানিক পদ।
৯.মহা হিসাব নিরীক্ষক কি উপায়ে পদত্যাগ করেন?
-তিনি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারেন।
১০.সরকারি হিসাবের প্রধান কতটি বিভাগ আছে?
-৪টি। যথা:
ক.রাজস্ব বিভাগ
খ.মূলধন বিভাগ
গ.ঋণের বিভাগ
ঘ.প্রেরণ বিভাগ।
১১.কর্মাবসানের পর মহাহিসাব নিরীক্ষক কোন ধরনের পদের জন্য অযোগ্য হবেন?
-সরকারি চাকরিতে যোগদানের।
১২.মহা হিসাব নিরীক্ষককে অপসারণ করার ক্ষেত্রে তদন্তকারী ক্ষমতাশালী প্রতিষ্ঠানের নাম কী?
-সুপ্রিম জুডশিয়াল কাউন্সিল।
১৩.রয়টার্স ও এপি কোন দেশের সংবাদ সংস্থা?
-রয়টার্স যুক্তরাজ্যের এবং এপি যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা।
১৪.সরকারি হিসাব বিভাগগুলো কী কী?
-রাজস্ব বিভাগ, মূলধন বিভাগ, ঋণ বিভাগ ও প্রেরণ বিভাগ।
১৫.সরকারি হিসাব কমিটি কাদের নিয়ে গঠিত?
-সংসদ সদস্যদের নিয়ে।
১৬.বিধিবদ্ধ নিরীক্ষা বলতে কি বোঝায়?
-বাংলাদেশে আইনের কার্যকারিতা সম্পন্ন অধ্যাদেশ, আদেশ বা নির্দেশ বলে ক্ষমতা প্রাপ্ত নিরীক্ষাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে।
১৭.অবিধিবদ্ধ নিরীক্ষা বলেতে কী বোঝায়?
-বাংলাদেশ আইনের কার্যকারিতা সম্পন্ন অধ্যাদেশ, আদেশ বা নির্দেশ বলে ক্ষমতাপ্রাপ্ত হয়নি এরূপ নিরীক্ষাকে অভিধিবদ্ধ নিরীক্ষা বলে।
১৮.ভোটে গৃহীত ব্যয় কী?
-বাজেটের যে অংশ সংসদে ভোটের মাধ্যমে পাস করতে হয় তাকে ভোটে গৃহীত ব্যয় বলে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]