Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5457
১.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
-ডব্লিউ হ্যারিসন।
২.সিয়াচেন হিমবাহ হল কোথায় অবস্থিত?
-কাশ্মীরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গনে।
৩.১৯ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে কত সালে?
-২০২২ সালে।
৪.ই-৮ হলো –
-পরিবেশ দূষণকারী শীর্ষ ৮টি দেশ।
৫.ইসরাইলের পার্লামেন্ট দেশটিকে ইহুদি জনগনের রাষ্ট্র ঘোষণা দেয় কত সালে?
-১৯ জুলাই ২০১৮।
৬.বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?
-মাগুরা।
৭.দেশের প্রথম কিশোর উন্নয়ন কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৮ সালে।
৮.বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?
-কমনওয়েলথ।
৯.সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা কে?
-দ্রাবিড়গণ।
১০.চিলির বর্তমান প্রেসিডেন্ট কে?
-সেবাস্তিয়ান পিনেরা ।
১১.জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
-চতুর্থ।
১২.জাতিসংঘ শন্তিরক্ষী বাহিনীল কার্যক্রম শুরু হয় কত সালে?
-১৯৪৮ সালে।
১৩.যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা কোনটি?
-ব্ল্যাক ওয়াটার।
১৪.সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী কে?
-তামাদুর বিনতে ইউসেফ আর রামাহ।
১৫.তড়িৎ চৌম্বক আবেশের আবিষ্কারক কে?
-মাইকেল ফ্যারাডে।
১৬.ইতিহাসখ্যাত পঞ্চশীলা স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
-১৯৫৪ সালে।
১৭.কোন সভ্যতা প্রথম বাটখারা ব্যবহার করে?
-সিন্ধু সভ্যতা ।
১৮.২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে?
-যুক্তরাষ্ট্র।
১৯.সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে?
-ড. ফারজানা ইসলাম (জাবি)।
২০.তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ কী?
-ডেটা বা উপাত্ত।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  281 Views
  by rajib
  0 Replies 
  240 Views
  by rajib
  0 Replies 
  275 Views
  by rajib
  0 Replies 
  217 Views
  by rajib
  0 Replies 
  211 Views
  by rajib

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]

  ১. রেডক্রস -পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন[…]

  বিশ্বে প্রথম দু’হাত-কাঁধ প্রতিস্থাপন প্রায়[…]

  বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়[…]