Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5443
১.সংবিধানের কোন অনুচ্ছেদে মহা হিসাব ও নিরীক্ষক সম্পর্কে বলা হয়েছে?
-সংবিধানের ৮ম ভাগে ১২৭-১৩২ অনুচ্ছেদে।
২.মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব কী?
-মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব হলো-
১.তিনি প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর সরকারি হিসাবের Audit করবেন।
২.তিনি হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করবেন।
৩. Audit এর উদ্দেশ্যে তিনি কিংবা তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যে কোনো ব্যক্তির দখলভুক্ত সকল নথি, বহি, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভান্ডার বা অন্য প্রকার সরকারি সম্পত্তি পরীক্ষার অধিকারী।
৪.সরকারি মহা হিসাব রক্ষকের নাম কী?
-ক.Pre-audit এর মাধ্যমে বিল পাস করা
খ.পরিশোধিত বিলসমূহের হিসাব প্রস্তুত করা
গ.প্রশাসনিক দায়িত্ব পালন।
৫.এই ক্যাডারের শীর্ষ কর্মকর্তার পদমর্যাদা কী?
-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
৬.তিনি কিভাবে নিয়োগপ্রাপ্ত হন?
-এটি একটি সাংবিধানিক পদ। সংবিধান মোতাবেক তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন।
৭.সংবিধানের কোন অনুচ্ছেদে সি এন্ড এজি সম্পর্কে বলা হয়েছে?
-সংবিধানের অষ্টম ভাগে ১২৭-১৩২ অনুচ্ছেদে।
৮.এ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কোনটি?
-অর্থ মন্ত্রণালয়, তবে C & AG প্রজাতন্ত্রের হিসাব নিরীক্ষা কার্যসম্পাদনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন।
৯.কর রিটার্ন বলতে কী বোঝায়?
-কর রিটার্ন বলতে করদাতার পেশা, প্রকৃত এবং ব্যক্তিগত সম্পত্তি, পেশাগত ব্যয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি সংযোজিত বিবরণীকে বোঝায়।
১০.কর নিরীক্ষা কাকে বলে?
-করদাতা ব্যক্তি বা সংস্থার কর রিটার্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর সত্যতা যাচাই করাই কর নিরীক্ষা।
১১.নিরীক্ষণ বলতে কী বোঝায়?
-কোনো সংস্থা বা কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত রেকর্ড এবং রিপোর্ট কোনো হিসাব বিশেষজ্ঞ কর্তৃক পরীক্ষা করে দেখাই হলো নিরীক্ষণ।
১২.ঘাটতি অর্থায়ন বলতে কী বোঝায়?
-ঘাটতি অর্থায়ন বলতে বোঝায় এমন এক ব্যবস্থা যেখানে কনো সরকার অর্জিত রাজস্বের চেয়ে বেশি অর্থ ব্যয় করে।
১৩.মুদ্রাস্ফীতি কী?
-মুদ্রাস্ফীতি বলতে এমন অবস্থাকে বোঝায় যখন অর্থের সরবরাহ সার্বিকভাবে বেড়ে যায়।
১৪.মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়?
-সাধারণত মুদ্রাস্ফীতি বলতে মূল্য বৃদ্ধিকে বোঝায়।
১৫.সংবিধানের বাজেটকে কি বলা হয়?
-বার্ষিক আর্থিক বিকৃতি।
১৬.বাজেট কী?
-সরকার এক আর্থিক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের লিখিত বিবরণকেই বাজেট বলে।
১৭.বাজেটের কতটি অংশ?
-২টি। যথা –
১.উন্নয়ন বাজেট
২.রাজস্ব বাজেট
১৮.আর্থিক বছর বলতে কী বোঝায়?
-আমাদের দেশে ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত এই এক বছর সময়কালই হলো আর্থিক বছর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2312 Views
    by romen
    0 Replies 
    4065 Views
    by sajib
    0 Replies 
    2345 Views
    by rana
    0 Replies 
    2260 Views
    by apple
    0 Replies 
    5096 Views
    by rana

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]