Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5442
"ভিয়েতনাম, কম্বোডিয়া"
১. নমপেন কোন দেশের রাজধানী ?কম্বোডিয়া।
২. কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন কে?লন নল।
৩. Khmer Rouge কি ? গেরিলা সংগঠন।
৪. হো চো মিন কে ছিলেন? ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নেতা।
মধ্যপ্রাচ্য (কুয়েত, ইরান ,ইরাক ,তুরস্ক ,সিরিয়া , ইয়েমেন , সৌদি আরব ,লেবানন)
১. কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত? ১৮ টি।
২. কুয়েতের রাজধানী ?কুয়েত সিটি।
৩. শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কোন দেশের ছিলেন? কুয়েত।
৪. ইরানে ইসলামী বিপ্লব কখন সংঘটিত হয়? ১৯৭৯।
৫. ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে ?রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনী।
৬. বাম কোথায় অবস্থিত? ইরান।
৭. কারবালা কোথায় অবস্থিত? ইরাক।
৮. ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত? ইরাক।
৯. কোন সালে তুরস্কে খেলাফতের অবসান হয়? ১৯২৪ সালে।
১০. কামাল আতাতুর্ক কোন দেশের নেতা ছিলেন? তুরস্ক।
১১. আধুনিক তুরস্কের জনক? কামাল পাশা।
১২. মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল? ১৯৫৮ ।
১৩. UAR এর পূর্ণরূপ কি? United Arab republic।
১৪. বিশ্বের প্রাচীনতম শহর ?দামেস্ক।
১৫. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া।
১৬. ইদলিব কোন দেশের শহর ?সিরিয়া।
১৭. আরব বিশ্বের কোন দেশটিতে এখনো ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে? সিরিয়া।
১৮. সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীকে সহায়তা করছে ?রাশিয়া।
১৯. কোন দেশে গৃহযুদ্ধের কারণ ইউরোপ জুড়ে অভিবাসী সংকট? সিরিয়া।
২০. তিন বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল? ভূমধ্যসাগর।
২১. শিশু আয়নালের মৃতদেহের আলোচিত ছবি প্রথম প্রকাশ করে কোন সংবাদ সংস্থা? দোগান নিউজ এজেন্সি।
২২. দুই ইয়েমেন কত সালে একত্রিত হয়?১৯৯০।
২৩. ইয়েমেনের রাজধানী ?সানা।
২৪. সৌদি আরবের রাজধানী? রিয়াদ।
২৫. বিশ্বের কোন দেশের কোন সংবিধান ও পার্লামেন্ট নাই ?সৌদি আরব।
২৬. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ফ্রান্স।
২৭. লেবাননের রাজধানীর নাম কি? বৈরুত।
২৮. কাতারের রাজধানী? দোহা।
২৯. বাহরাইনের রাজধানীর নাম কি? মানামা।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  194 Views
  by 765014sr
  0 Replies 
  357 Views
  by tumpa
  0 Replies 
  326 Views
  by tumpa
  0 Replies 
  370 Views
  by tumpa
  0 Replies 
  310 Views
  by tumpa

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]

  ১. রেডক্রস -পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন[…]

  বিশ্বে প্রথম দু’হাত-কাঁধ প্রতিস্থাপন প্রায়[…]

  বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়[…]