Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5401
১.যে সবজি চাষে নাইট্রোজেন সারের তেমন দরকার হয় না –
-শিম।
২.টরি-৭ কোন ফসলের জাত?
-সরিষা।
৩.কলায় রয়েছে প্রচুর পরিমাণে কী?
-ভিটামিন ও খনিজ।
৪.ধানের চারা তৈরির জন্য সাধারণত বীজতলা তৈরি করা হয় কয় ধরনের?
-৪।
৫.পুকুরের প্রতি শতাংশে উন্নত জাতের হাস পালন করা যায় কতটি?
-২টি।
৬.বাংলাদেশে সবজির স্বল্পতা বেশি দেখা যায় কোন মাসে?
-সেপ্টেম্বর।
৭.বানিজ্যিকভাবে আনারস চাষের জন্য কোন ধরনের চারা ব্যবহৃত হয়?
-বোটার চারা।
৮.প্রধান খাল আবর্তন পদ্ধতি কোন ধরনের সেচ প্রকল্পে কার্যকর?
-ক্ষুদ্র সেচ প্রকল্পে।
৯.একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কত গ্রাম সবজি খাওয়া উচিত?
-১১৫ গ্রাম।
১০.মাটির জৈব পদার্থ কম হলে ব্যবহার করতে হয় কোনটি?
-কম্পোস্ট সার।
১১.মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়?
-৫ ভাগে।
১২.বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের খরিপ-১ মৌসুমে বৃষ্টি নির্ভর ফসল কোনটি?
-পাট।
১৩.কোন ফসল চাষে মাটির জো দেখে জমিতে লাঙল চালনা করা হয়?
-গম।
১৪.মাটির উপরিভাগ হতে বৃষ্টির কণা চলে যাওয়াকে কী বলে?
-ভূমিক্ষয়।
১৫.কোন ধরনের ভূমিক্ষয়ের কারণে কৃষক জমি হারিয়ে নি:স্ব হয়?
-নদী কূলেন ভূমিক্ষয়।
১৬.গো-খাদ্য কোন ধরনের অ্যালজি ব্যবহার হয়?
-ক্লোরেলা।
১৭.বাংলাদেশের পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের উচু ভূমির পরিমাণ কত?
-৯০%।
১৮.বীজের অঙ্করদগোম ক্ষমতা কত হলে ফসল ভালো হয়?
-৬০%।
১৯.প্রাকৃতিক শক্তির মধ্যে কৃষিকাজে ব্যবহারের সম্ভাবনাময় শক্তি কোনটি?
-সৌরশক্তি।
২০.বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়?
-ঠাকুরগাঁও।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1641 Views
    by tasnima
    0 Replies 
    55 Views
    by kajol
    0 Replies 
    1421 Views
    by rajib
    0 Replies 
    1478 Views
    by rajib
    0 Replies 
    1976 Views
    by rafique

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]