Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5391
বিশ্ব জনসংখ্যার সার্বিক চিত্র
-মোট জনসংখ্যা ২০১৯: ৭৭১.৫০ কোটি।
-জনসংখ্যা বৃদ্ধির হার (২০১০-২০১৯) – ১.১%।
-জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশে চীন। জনসংখ্যা ১৪২ কোটি ১ লাখ।
-জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, জনসংখ্যা ২৬ কোটি ৯৫ লাখ।

শীর্ষ ১০ জনবহুল দেশ ও জনসংখ্যা বৃদ্ধির হার
দেশ – জনসংখ্যা – বৃদ্ধি – গড় আয়ু (বছর) – প্রজনন হার (জন)
চীন – ১৪২ কোটি ১ লাখ – ০.৫ – ৭৭- ১.৬
ভারত – ১৩৬ কোটি ৮৭ লাখ – ১.২ – ৬৯- ২.৩
যুক্তরাষ্ট্র – ৩২ কোটি ৯১ লাখ – ০.৭ – ৮০- ১.৯
ইন্দোনেশিয়া – ২৬ কোটি ৯৫ লাখ – ১.২ – ৭০ – ২.৩
ব্রাজিল – ২১ কোটি ২৪ লাখ – ০.৮-৭৬- ১.৭
পাকিস্তান – ২০ কোটি ৪৬ লাখ – ২.০ – ৬৭ – ৩.৩
নাইজেরিয়া – ২০ কোটি ১০ লাখ – ২.৬ – ৫৫ – ৫.৩
বাংলাদেশ – ১৬ কোটি ৮১ লাখ – ১.১ – ৭৩ – ২.০
রাশিয়া – ১৪ কোটি ৩৯ লাখ – ০.১ – ৭১ – ১.৮
মেক্সিকো – ১৩ কোটি ২৩ লাখ – ১.৩ – ৭৮ – ২.১

বাংলাদেশ
-মোট জনসংখ্যা।
২০১৯: ১৬ কোটি ৮১ লাখ।
২০৫০: ২৫ কোটি ৪১ লাখ (সম্ভাব্য)।
-জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১%।
-জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের অষ্টম।
-জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশ চতুর্থ।

জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন ৫টি দেশ
দেশ – ঘনত্ব
মঙ্গোলিয়া – ২.১
নামিবিয়া – ৩.০
অস্ট্রেলিয়া – ৩.৩
আইসল্যান্ড – ৩.৪
সুরিনাম – ৩.৭
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2736 Views
    by romen
    0 Replies 
    1632 Views
    by shanta
    0 Replies 
    3528 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1065 Views
    by tasnima
    0 Replies 
    278 Views
    by bdchakriDesk

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]