Page 1 of 1

বিসিএস সহ সকল পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন: পার্ট-১১

Posted: Wed Jan 06, 2021 1:47 pm
by rajib
১.শেরে বাংলা এ কে ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন কত সালে?
-৯ মার্চ ১৯৫৬ ।
২.১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল?
-নৌকা।
৩.পূর্ব পাকিস্তানের গণঅভ্যুত্থান হয় কত সালে?
-১৯৬৯ সালে।
৪.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
-সেনেগাল।
৫.বাংলার প্রাচীন জনপদগুলোকে সর্বপ্রথম একত্রিত করেন?
-রাজা শশাঙ্ক।
৬.ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে?
-লর্ড মাউন্টব্যাটেন।
৭.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে?
-কাজী গোলাম মাহবুব।
৮.মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনীর প্রধান কে ছিলেন?
-জেনারেল জগজিৎ সিং অরোরা।
৯.দেশের প্রথম সেচ প্রকল্প কোনটি?
-গঙ্গা, কপোতাক্ষ প্রকল্প।
১০.ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে?
-ড. মাকসুদুল আলম।
১১.ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চামড়া দেশের বাইরে পরিচিত কী নামে?
-কুষ্টিয়া গ্রেড নামে।
১২.অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারী শুরু হয় কত সালে?
-১৮৭২ সালে।
১৩.বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর ভাষার নাম মান্দী?
-গারো।
১৪.মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
-তানভীর করিম ।
১৫.বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনযায়ী দেশের সংখ্যা কত?
-১৬.৬৫ কোটি।
১৬.বাংলাদেশে এ পর্যন্ত আদমশুমারী হয়েছে কতবার?
-৫ বার।
১৭.বাংলাদেশের ২য় সংখ্যাগোরিষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?
-সাঁওতাল।
১৮.বাংলাদেশ সরকার ছাত্রী উপবৃত্তি চালু করে কত সালে?
-১৯৯৪ সালে।
১৯.বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন কমিশন?
-পরিকল্পনা কমিশন।
২০.বাংলাদেশে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কত?
-৯ জন।
২১.বাংলাদেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোন দেশে?
-মিয়ানমার।