Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5305
১.৭ ডিসেম্বর ২০২০ জাতিসংঘের সাধারণ পরিষদ কোন তারিখকে আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস ঘোষণা করে?
-২৭ ডিসেম্বর।
২.২৪ ডিসেম্বর ২০২০ মলদোভার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
-মাইয়া সান্দু।
৩.২ ডিসেম্বর ২০২০ বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় কোন দেশ?
-যুক্তরাজ্য।
৪.১৮ ডিসেম্বর ২০২০ বিশ্বের প্রথম দেশ হিসেবে মর্ডানা তৈরি করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় কোন দেশ?
-যুক্তরাষ্ট্র।
৫.ওইক এর নতুন মহাসচিব কে?
-হুসেইন ইব্রাহীম তাহা।
৬.১ জানুয়ারি ২০২১ জি৭ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
-বরিস জনসন।
৭.এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি?
-৮৩টি।
৮.২০২০ সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি?
-আফগানিস্তান।
৯.২০২০ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
-৩৩ তম।
১০.২০২০ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে?
-জো বাইডেন ও কমলা হ্যারিস।
১১.মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?
-নরওয়ে।
১২.মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
-নাইজার।
১৩.গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
-হংকং।
১৪.গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
-মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
১৫.মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
-লিচচেনস্টাইন।
১৬.মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
-বুরুন্ডি।
১৭.মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?
-১৩৩ তম।
১৮.২০২০ সালের বর্ষসেরা ফুটবলার কে?
-রবার্ট লেভান্ডভস্কি ।
১৯.বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ এ চ্যাম্পিয়ন কোন দল?
-জেমকন খুলনা।
২০.জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে?
-ইউনেস্কো।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1290 Views
    by tasnima
    0 Replies 
    1294 Views
    by raihan
    0 Replies 
    755 Views
    by shihab
    0 Replies 
    393 Views
    by raihan
    0 Replies 
    444 Views
    by raja

    ১.দানশীলতা আনুষ্ঠানিক সমাজকর্মের –ভিত্তি ২. […]

    ১৬.বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট সম্ম[…]

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রশাসন ব[…]

    প্রকৃত নামঃ গন্ধর্ব নারায়ন মিত্র জন্মঃ ১০ এপ্রিল[…]