Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5260
১.পেরুর নতুন প্রেসিডেন্ট কে?
-ফ্রান্সিসকো সাগাস্তি।
২.৫৯ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-৩ নভেম্বর ২০২০ ।
৩.যুক্তরাষ্ট্রের প্রধান নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-কমলা হ্যারিস।
৪.নতুন মার্কিন ফার্স্ট লেডির নাম কী?
-জিল বাইডেন।
৫.২৪ অক্টোবর ২০২০ কোন দেশ হিসেবে পারমানবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে?
-হন্ডুরাস।
৬.বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে কবে?
-২০ সেপ্টেম্বর ২০১৭।
৭.বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে কবে?
-২৬ সেপ্টেম্বর ২০১৯
৮.পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে কবে?
- ২২ জানুয়ারি ২০২১।
৯.২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
-ভারত
১০.২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদ্ররিদ্য মানুষের সংখ্যায় বাংলাদেশের অবস্থান কোথায়?
-ষষ্ঠ
১১.২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?
-ভারত
১২.২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত?
-অষ্টম।
১৩.ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
-তৃতীয়।
১৪.সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
-তৃতীয়
১৫.আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
-সপ্তম।
১৬.জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
-২৩-২৭ জানুয়ারি ২০২২।
১৭.জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
-দোহা, কাতার।
১৮.জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন কত বছর পরপর অনুষ্ঠিত হয়?
-১০ বছর।
১৯.মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র একজন মহান পিতা- এর পরিচালক কে?
-মির্জা সাখাওয়াত হোসেন।
২০.২০২০ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?
-ডগলাস স্টয়ার্ট (স্কটিশ-আমেরিকা)

    গঞ্জযুক্ত উপজেলা উপজেলা – জেলা আজমিরিগঞ্জ,[…]

    ১.ইলিশ কোন গোত্রের সদস্য? -ইলিশকে ইংরেজিতে Hilsa ব[…]

    ১.বর্তমানে দেশে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্ল[…]

    ১.জাতিসংঘ সচিবালয় কাদের নিয়ে গঠিত? -জাতিসংঘ সদর […]