Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5236
১.বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে?
-ইসলাম খান।
২.বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে?
-কাসিম খান জুয়িনী।
৩.১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে ২১ দফার প্রথম দফা কোনটি?
-বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া।
৪.বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প কোনটি?
-গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প।
৫.জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে?
-১৯৭৬ সালে।
৬.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান বেশি?
-সেবা খাত।
৭.আনুষ্ঠানিকভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কার্যক্রম শুরু হয় কত সালে?
-১৫ মার্চ ২০১২।
৮.গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
-১১ নং অনুচ্ছেদে।
৯.বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জার সার্বিক দায়িত্বে ছিলেন কে?
-শিল্পাচার্য জয়নুল আবেদিন।
১০.উপমহাদেশের প্রথম রেগুলেশন অ্যাক্ট প্রণীত হয় কত সালে?
-১৮৬১ সালে।
১১.বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়?
-১৭৬৪ সালে।
১২.বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?
-বিশ্বব্যাংক।
১৩.বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের খাত কোনটি?
-মূল্য সংযোজন কর।
১৪.জুটন আবিষ্কার করেন কে?
-ড. মুহাম্মদ সিদ্দিকুল্লাহ।
১৫.ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে?
-১২ নং অনুচ্ছেদে।
১৬.সংসদে কাস্টিং ভোট বলা হয় কার ভোটকে?
-স্পিকারের ভোটকে।
১৭.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কত সালে?
-২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
১৮.বাংলাদেশ-ভারত পানি বণ্টন চুক্তির মেয়াদ কত বছর?
-৩০ বছর।
১৯.জাতীয় শিক্ষক দিবস পালিত হয় কবে?
-১৯ জানুয়ারি।
২০.সুখ সাগর কোন ফসলের জাত?
-পেয়াজ।
২১.বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?
-বিজয় সরণি, ঢাকা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]