Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5222
১.দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের নাম কী?
-মাতারবাড়ি সমুদ্রবন্দর।
২.দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে কোথায়?
-মহেশখালী, কক্সবাজার।
৩.কোন দেশের অর্থায়নে মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণ করা হবে?
-জাপান।
৪.৪ নভেম্বর ২০২০ বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা জরিপ জাহাজের নাম কী?
-দর্শক ও তল্লাশি।
৫.৪ নভেম্বর ২০২০ বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা জরিপ জাহাজ দুটির নাম কী?
-ওমর ফারুক, আবু উবাইদাহ, প্রত্যাশা
৬.বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত?
-নরসিংদী।
৭.বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন ২০২০ কার্যকর হবে কবে?
-১ নভেম্বর ২০২০
৮.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ আইন ২০২০ কার্যকর হবে কবে?
-১৭ ডিসেম্বর ২০২০।
৯.বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে?
-মনোয়ারা হাবীব।
১০.বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও কোন প্রতিষ্ঠানের?
-রবি আজিয়াটা লিমিটেড।
১১.দেশে নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়?
-রংপুর, যশোর ও পটুয়াখালী।
১২.শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে কোথায়?
-জামালপুর।
১৩.বাংলাদেশের জনসংখ্যা কত?
-১৬.৬৫ কোটি ।
১৪.জনসংখ্যা বৃদ্ধির হার কত?
-১.৩৭%।
১৫.জনসংখ্যার ঘনত্ব কত?
-১,১২৫ জন।
১৬.প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
-৭২.৬ বছর।
১৭.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান কে?
-গ্রেগ বার্কলে।
১৮.আজারবাইজান-আর্মেনিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৯ নভেম্বর ২০২০।
১৯.মার্কিন সুপ্রিমকোর্ট প্রথম নারী বিচারপতি কে?
-সান্দ্রা ডে ও’কনোর।
২০.ভারতের জন্মু ও কাশ্মীরে নতুন ভূমিস্বত্ব আইন চালু করা হয় করে?
-২৬ অক্টোবর ২০২০।
২১.বাহরাইনের দ্বিতীয়া ও বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
-সালমান বিন হামাদ আল খলিফা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1845 Views
    by tasnima
    0 Replies 
    2889 Views
    by raihan
    0 Replies 
    2667 Views
    by shihab
    0 Replies 
    2352 Views
    by raihan
    0 Replies 
    2270 Views
    by raja

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]