Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#698
১.প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় আয়ে শিল্প খাতের অবদদান কত?
উঃ ৩০.৪২% ভাগ (সূত্রঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)।
২.প্রশ্নঃ ২০১৪-২০১৫ অর্থবছরে শিল্পের প্রবৃদ্ধি হার কত?
উঃ ১০.৩২% (সূত্রঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)।
৩.প্রশ্নঃ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে কোন খাত থেকে?
উঃ তৈরি পোশাক।
৪.প্রশ্নঃ বর্তমানে তৈরি পোশাক থেকে রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে?
উঃ ৮১.৫% (সূত্রঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)।
৫.প্রশ্নঃ তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে?
উঃ যুক্তরাষ্ট্রে।
৬.প্রশ্নঃ দেশে পাটকলের সংখ্যা কয়টি?
উঃ ৩৮ টি।
৭.প্রশ্নঃ বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ১৯৫১ সালে।
৮.প্রশ্নঃ আদমজী পাটকল বন্ধ হয়ে যায় কবে?
উঃ ৩০ জুন, ২০০২ সালে।
৯.প্রশ্নঃ এশিয়া তথা বাংলাদেশের সর্ববৃহৎ খুলনা নিউজপ্রিন্ট মিল কবে বন্ধ হয়ে যায়?
উঃ ৩০ নভেম্বর, ২০০২ সালে।
১০.প্রশ্নঃ বাংলাদেশে বস্ত্রকল কয়টি?
উঃ ২৪ টি (সরকারি)।
১১.প্রশ্নঃ দেশে উৎপাদিত বস্ত্র স্থানীয় চাহিদার কত ভাগ পূরণ করে?
উঃ ৭%।
১২.প্রশ্নঃ বাংলাদেশে মোট চিনি কল কয়টি?
উঃ ১৪ টি।
১৩ প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল কোনটি?
উঃ কেরু এন্ড কোং লিঃ (দর্শনা)।
১৪.প্রশ্নঃ বাংলাদেশে সার কারখানা কয়টি?
উঃ ৮ টি।
১৫.প্রশ্নঃ বাংলাদেশের বড় সার কারখানা কোনটি?
উঃ যমুনা সার কারখানা (জামালপুরের তারকান্দিতে)
১৬.প্রশ্নঃ দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা কোনটি?
উঃ যমুনা সার কারখানা।
১৭.প্রশ্নঃ যমুনা সার কারখানা নির্মাণে কোন দেশ সহযোগিতা করে?
উঃ জাপান।
১৮.প্রশ্নঃ বেসরকারি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
উঃ কাফকো।
১৯.প্রশ্নঃ কাফকো কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে?
উঃ জাপানের।
২০.প্রশ্নঃ কাফকোতে জাপানের শেয়ারের পরিমাণ কত?
উঃ ৪৪%।
২১.প্রশ্নঃ জিয়া সার কারখানায় উৎপাদিত সারের ন্ম কী?
উঃ ইউরিয়া।
২২.প্রশ্নঃ ইউরিয়া সারের কাঁচামাল কী?
উঃ মিথেন গ্যাস।
২৩.প্রশ্নঃ ফেঞ্চুগঞ্জ সার কারখানা কোথায় অবস্থিত?
উঃ সিলেটে।
২৪.প্রশ্নঃ ঘোড়াশাল কারখানায় উৎপাদিত সারের নাম কী?
উঃ ইউরিয়া।
২৫.প্রশ্নঃ বাংলাদেশে সিমেন্ট কারখানা কয়টি?
উঃ ১৪ টি।
২৬.প্রশ্নঃ সরকারি খাতে সিমেন্ট কারখানা কয়টি?
উঃ ৫টি।
২৭.প্রশ্নঃ বাংলাদেশে মোট কাগজ কল কয়টি?
উঃ ৭ টি।
২৮.প্রশ্নঃ সবচেয়ে বড় কাগজ কল কোনটি?
উঃ কর্ণফুলী পেপার মিল।
২৯.প্রশ্নঃ কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত?
উঃ চন্দ্রঘোনা, রাঙামাটি।
৩০.প্রশ্নঃ কর্ণফুলী পেপার মিলের কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়?
উঃ বাঁশ।
৩১.প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি?
উঃ কর্ণফুলী পেপার মিল(স্থাপিত হয় ১৯৫৩ সালে)।
৩২.প্রশ্নঃ খুলনা পেপার মিলের কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়?
উঃ সুন্দরবনের গেওয়া কাঠ।
৩৩.প্রশ্নঃ উত্তরবঙ্গের পেপার মিলের কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়?
উঃ আখের ছোবড়া।
৩৪.প্রশ্নঃ উত্তরবঙ্গ কাগজ কল কোথায় অবস্থিত?
উঃ পাকশী, পাবনা।
৩৫.প্রশ্নঃ সিলেট কাগজ কলের কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়?
উঃ নলখাগড়া ও ঘাস।
৩৬.প্রশ্নঃ খুলনা হার্ডবোর্ড মিলের কাঁচামাল কী?
উঃ সুন্দরি কাঠ।
৩৭.প্রশ্নঃ বাংলাদেশে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কয়টি ও কী কী?
উঃ ৩ টি। (ক)খুলনা শিপইয়ার্ড (খ)চট্টগ্রাম ডকইয়ার্ড (গ)নারায়ণগঞ্জ ডকইয়ার্ড।
৩৮.প্রশ্নঃ দেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা কোনটি?
উঃ খুলনা শিপইয়ার্ড।
৩৯.প্রশ্নঃ বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা কয়টি ও কোথায়?
উঃ ১ টি। গাজীপুরে।
৪০.প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের নাম কী?
উঃ ইস্টার্ন রিফাইনারী, পতেঙ্গা, চট্টগ্রাম।
৪১.প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি কোথায়?
উঃ কর্ণফুলী রেয়ন মিল (চন্দ্রঘোনা, রাঙামাটি)।
৪২.প্রশ্নঃ বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত?
উঃ টঙ্গী ও খুলনা।
৪৩.প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ নরসিংদীতে।
৪৪.প্রশ্নঃ বাংলাদেশ মেশিন টুলস কারখানা কোথায় অবস্থিত?
উঃ গাজীপুরে।
৪৫.প্রশ্নঃ বাংলাদেশের মোটর সাইকেল সংযোগ কোথায় অবস্থিত?
উঃ টঙ্গী (এটলাস বাংলাদেশ লিমিটেড)।
৪৬.প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার ন্ম কী?
উঃ চট্টগ্রাম স্টিল মিল (চট্টগ্রাম)।
৪৭.প্রশ্নঃ প্রগতি ইন্ড্রাস্ট্রিজ কোথায় অবস্থিত?
উঃ চট্টগ্রামে।
৪৮.প্রশ্নঃ দেশের কোথায় কোথায় শিল্প পার্ক গড়ে তোলা হবে?
উঃ সিরাজগঞ্জে, নরসিংদীতে, নারায়ণগঞ্জে।
৪৯.প্রশ্নঃ সম্প্রতি(২০ এপ্রিল, ২০০৮)সালে রাইফেল কারখানা কোথায় উদ্বোধন করা হয়?
উঃ গাজীপুর সেনানিবাসে।
৫০.প্রশ্নঃ পোশাক শিল্পে G.SP বা MPA সুবিধা শেষ হয়ে যায় কবে?
উঃ ৩১ ডিসেম্বর, ২০০৪।
৫১.প্রশ্নঃ বাংলাদেশের কোথায় ঔষধ পার্ক বা ঔষধ শিল্প পার্ক গড়ে তোলা হয়েছে?
উঃ মুন্সিগঞ্জের গজারিয়াতে।
৫২.প্রশ্নঃ দেশের প্রথম পরিবেশ বান্ধব শিল্প পার্ক স্থাপিত হচ্ছে কোথায়?
উঃ সিরাজগঞ্জে।
৫৩.প্রশ্নঃ প্রস্তাবিত অটো মোবাইল শিল্প পার্ক স্থাপিত হচ্ছে কোথায়?
উঃ ঢাকার আমিন বাজারে।
৫৪.প্রশ্নঃ দেশে প্রস্তাবিত প্লাস্টিক শিল্প নগরী স্থাপিত হতে যাচ্ছে কোথায়?
উঃ ঢাকার কেরানীগঞ্জে।
৫৫.প্রশ্নঃ সফটওয়ার পার্ক হিসেবে গড়ে তোলা হয় কোন টাওয়ারকে?
উঃ কাওরানবাজারের জনতা টাওয়ারকে।

সংগৃহিতঃ Raysul Islam Redoy

    ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]

    ১. রেডক্রস -পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন[…]

    বিশ্বে প্রথম দু’হাত-কাঁধ প্রতিস্থাপন প্রায়[…]

    বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়[…]