Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5211
১.স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারী অনুষ্ঠিত হয় কত সালে?
-১৯৭৭ সালে।
২.বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত কোথায়?
-গাজীপুর।
৩.বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদস্যপদ লাভ করে কত সালে?
-১৯৭৬ সালে।
৪.মুজিবনগর দিবস পালন করা হয় কত সালে?
-১৭ এপ্রিল।
৫.বাংলাদেশের শেয়ারবাজারের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কী?
-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
৬.বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের বিরূদ্ধে প্রথম টেস্ট খেলে –
-ভারত
৭.মারমা উপজাতির পারিবারিক কাঠামো কেমন?
-পিতৃতান্ত্রিক।
৮.দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
-১ জানুয়ারি ১৯৯৩ সালে।
৯.বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
-কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।
১০.বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত?
-যশোর।
১১.দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে কোনটি?
-ঢাকা-মাওয়া মহাসড়ক।
১২.দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের নাম কী?
-মন্ত্রিসভা।
১৩.বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে?
-ইসলাম খান।
১৪.নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় –
-খ্রিষ্টীয় পঞ্চম শতকে।
১৫.বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
-সেনেগাল।
১৬.জাতীয় স্মৃতিসৌধে ফলকের সংখ্যা কত?
-৭টি।
১৭.মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
-চাঁপাইনবাবগঞ্জ।
১৮.বাঙালি জাতিসত্তার প্রতীক কোনটি?
-বাংলা একাডেমি।
১৯.ছিয়াত্তরের মন্বন্তর কোন সালে ঘটেছিল?
-বাংলা ১১৭৬ ।
২০.বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত?
-চট্টগ্রামে।
২১.বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কী?
-শাপলা
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  281 Views
  by rajib
  0 Replies 
  241 Views
  by rajib
  0 Replies 
  275 Views
  by rajib
  0 Replies 
  219 Views
  by rajib
  0 Replies 
  204 Views
  by rajib

  বর্তমান বিশ্বে আলোচিত বিষয়ের নাম করোনা ভ্যাক্সিন […]

  বিশ্বের প্রথম উড়ন্ত রেস কার সম্প্রতি বিশ্বের প্র[…]

  প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন ২০১৫ সালের […]

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]