Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5209
১.বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম কী?
-মো. ফরিদুল হক খান।
২.হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ কত সালে কার্যকর হয়?
-১৭ ডিসেম্বর ২০২০।
৩.চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ কার্যকর হয় কবে?
-৮ ডিসেম্বর ২০২০।
৪.বর্তমানে মার্কেটে বন্ড আছে কতটি?
-২৬৯টি।
৫.বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে?
-১৪৮টি।
৬.বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ভেষজ ওষুধ রপ্তানি হচ্ছে?
-৯টি।
৭.বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয় কোথায়?
-কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি এ।
৮.দেশেজুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি?
-৪৩৬টি।
৯.১৬ নভেম্বর ২০২০ কোন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করে?
-রূপালি ব্যাংক লিমিটেড।
১০.বঙ্গবন্ধু পিয়েরে ট্রডো কৃষি গবেষণা কেন্দ্র কোন দেশে প্রতিষ্ঠিত হবে?
-বাংলাদেশে ।
১১.আলু ও পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
-অষ্টম।
১২.পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম কী?
-জনকূটনীতি অনুবিভাগ।
১৩.বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম কী?
-টি-স্পোর্টস।
১৪.আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌ ঘাটি নির্মাণ করতে যাচ্ছে?
-সুদানে।
১৫.১৭ নভেম্বর ২০২০ কোন দেশ মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ হাতঘড়ি উন্মোচন করে?
-ভারত।
১৬.পাকিস্তানের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় কবে?
-২৫ অক্টোবর ২০২০।
১৭.পাকিস্তানের প্রথম মেট্রোরেল লাইনের দৈর্ঘ্য কত?
-২৭.১ কিমি, ১৬.৮ মাইল।
১৮.সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচন হন কে?
-জো বাইডেন।
১৯.যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে?
-কমলা হ্যারিস।
২০.২০২০ সালে এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কে?
-কথাসাহিত্যিক শাহীন আখতার (বাংলাদেশ)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]