Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5190
১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
-৬.১৫ কিমি।
২.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বহনকারী রকেটের নাম কী?
-ফ্যালকন ৯।
৩.স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
-ভুটান।
৪.সংশপ্তক এর লেখক কে?
-শহীদুল্লাহ কায়সার।
৫.অপরাজেয় বাংলার ভাস্কর কে?
-সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
৬.বাংলাদেশের সাদা সোনা কী?
-চিংড়ি।
৭.তিস্তা ব্যারেজ কোথায় অবস্থিত?
-লালমানিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী নামক স্থানে তিস্তা নদীর উপর তিস্তা ব্যারেজ অবস্থিত।
৮.বাংলাদেশের সরকার প্রধানের নাম কী?
-শেখ হাসিনা।
৯.ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্টের নাম কী?
-প্রণব মুখার্জী।
১০.জার্মানির মুদ্রার নাম কী?
-ইউরো।
১১.পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
-২০২৩ সালে ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হবে।
১২.আমাজন বনভূমি কোথায় অবস্থিত?
-দক্ষিণ আমেরিকার ৮টি দেশজুড়ে আমাজন বনভূমি অবস্থিত।
১৩.আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কত তারিখে কোভিড ১৯ শনাক্ত হয়?
-৮ মার্চ ২০২০।
১৪.ইন্টারপোল এর বর্তমান সদস্য দেশ কতটি?
-১৯৪টি।
১৫.চীনের বাণিজ্যিক রাজধানী কোনটি?
-সাংহাই।
১৬.নেপালের প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?
-শীতল নিবাস।
১৭.গ্রিনল্যান্ডে বসবাসকারী প্রধান জাতির নাম কী?
-এস্কিমো।
১৮.চির শান্তির শহর নাম পরিচিত কোনটি?
-রোম।
১৯.প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
-২৮ জুলাই ১৯১৪।
২০.পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
২১.বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কত তারিখে?
-১০ ডিসেম্বর।
২২.সর্বপ্রথম লোহা আবিষ্কৃত হয় কোথায়?
-এশিয়ার মাইনরে।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  281 Views
  by rajib
  0 Replies 
  241 Views
  by rajib
  0 Replies 
  275 Views
  by rajib
  0 Replies 
  213 Views
  by rajib
  0 Replies 
  204 Views
  by rajib

  বর্তমান বিশ্বে আলোচিত বিষয়ের নাম করোনা ভ্যাক্সিন […]

  বিশ্বের প্রথম উড়ন্ত রেস কার সম্প্রতি বিশ্বের প্র[…]

  প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন ২০১৫ সালের […]

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]