Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#694
০১) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক (OHCHR) প্রথম নারী ও বর্তমান হাইকমিশনারের নাম কী?
=> চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশেলেট(২০১৮-২২)

০২) "In a Free State"উপন্যাসটির লেখক কে?
=> ভিএস নাইপল(এই উপন্যাসের জন্য তিনি বুকার পুরস্কার পান)

০৩) সাহিত্যে নোবেল জয়ী ভিএস নাইপল কবে মারা যান?
=>১১ আগস্টে(১৭ আগস্ট,১৯৩২-২০১৮)

০৪) বিশ্ব হাতি বা আন্ত:যুব দিবস ও বিশ্বমানবতা দিবস কবে?
=> ১২ আগস্ট ও ১৯ আগস্টে।

০৫) বসবাসের জন্য ১৪০টি দেশের মধ্যে সবচেয়ে ভালো শহর কোনটি?
=> ভিয়েনা

০৬) বসবাসের জন্য ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের ঢাকার অবস্থান কত?
=> ১৩৯তম(১৪০তম দামেস্ক)

০৭) SDG'র লক্ষ্য মাত্রা অনুযায়ী কত সালের মধ্যে বাংলাদেশ তামাকমুক্ত দেশ হবে?
=> ২০৪০ সালের(বর্তমানে তামাক সেবনকারী ৩ কোটি ৮ লাখ)

০৮) বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কী?
=> কাসপিয়ান সাগর।

০৯) "কপোতাক্ষের হাসি-কান্না"
উপন্যাসটির লেখক কে?
=>অভিবাসী চিত্তরঞ্জন দাস

১০) শাইখ সিরাজ নির্মিত নায়ক রাজরাজ্জাকের উপর ৯০মিনিটের তথ্যচিত্রের নাম কী?
=> রাজাধিরাজ রাজ্জাক।
পোস্ট প্রণয়নে রমজান__

১১) "কালো মেঘের ভেলা"কার রচিত উপন্যাস?
=> নির্মেলেন্দু গুণের(সম্প্রতি এই শিশুতোষ উপন্যাস অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করছে তারই মেয়ে মৃত্তিকা গুণ)®®

১২) "অপারেশন জ্যাকপট"কার নির্মিত চলচ্চিত্র?
=> গিয়াসউদ্দিন সেলিমের।

১৩) (৩০-৩১ আগস্টে ২০১৮) কাঠমুন্ডুতে অনুষ্ঠিত BIMSTEC সম্মেলনটি কততম?
=> ৪র্থ।

১৪) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট কোন দেশের?
=> জাপান ও সিঙ্গাপুরের(১৮৯টি দেশে)

১৫) বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট কোন দেশের?
=> আফগানিস্তান ও ইরাক(৩০টি দেশে)

১৬) বন্দর সুবিধায় শীর্ষদেশ কোনটি?
=>জার্মানি(১৬৭টির মধ্যে)

১৭) বন্দর সুবিধায় বাংলাদেশ কততম?
=>১০০তম(১৬৭টির মধ্যে)

১৮) নারীদের জন্য বিশ্বের সবচেয়ে অনিরাপদ শহর কোনটি?
=> ভারতের রাজধানী নয়াদিল্লী।

১৯) সড়কে সুবিধাবঞ্চিতদের তালিকায় শীর্ষদেশ___?
=> ইথিওপিয়া(বাংলাদেশ ৪ নম্বরে)

২০) হযরত শাহজালাল(র) আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে কবে উদ্বোধন করা হয়?
=> ৪ সেপ্টেম্বর ১৯৮০ সালে।

®®®রমজান®®®
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1008 Views
    by rana
    0 Replies 
    2799 Views
    by monideb21
    0 Replies 
    2604 Views
    by ahasan01921
    1 Replies 
    1415 Views
    by anwar
    2 Replies 
    1912 Views
    by bakeer
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]