Page 1 of 1

মনোবিজ্ঞান সম্পর্কে বিস্তারিত প্রশ্ন: পার্ট-০১

Posted: Tue Dec 29, 2020 1:26 pm
by Mamun4171
১.দৈনন্দিন জীবনে মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা কী?
-দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে মনোবিজ্ঞান যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা হলো –
-ক. শিশুকে সঠিকভাবে গড়ে তোলার জন্য শিশু মনোবিজ্ঞান সঠিক তথ্য প্রদান করে থাকে।
খ. শিশু বিকাশের নীতি ও শিশুর লালন-পালন পদ্ধতি জানার জন্য মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন।
গ. সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হলে মনোবিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা অনস্বীকার্য।
ঘ. কার জন্য কোন ধরনের পেশা উপযোগী তা নির্ধারণ করার জন্য মনোবিজ্ঞানের জ্ঞান বিজ্ঞানসম্মতভাবে জরুরি।
২.সমাজ বিজ্ঞানে মনোবিজ্ঞানের প্রয়োগ বা প্রয়োজনীয়তা কী?
-বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের জন্য মনোবিজ্ঞানের যে গুরুত্ব রয়েছে তা হলো –
-ক. কুসংস্কার, অন্ধবিশ্বাস ইত্যাদি দূর করতে সমাজে মনোবিজ্ঞানের জ্ঞান সাহায্য করে থাকে।
খ. জনসাধারণের মনোবল রক্ষা ও বৃদ্ধির জন্য মনোবিজ্ঞানের প্রয়োগ বিশেষ জরুরী।
গ. ফলপ্রসূ, নেতৃত্ব সৃষ্টি ও সামাজিক উত্তেজনা নিরসন করার জন্য সমাজ মনোবিজ্ঞানের প্রয়োগ লক্ষণীয়।
ঘ. সমাজের বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের মধ্যে পারিপার্শিক সংঘাত দূর করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে মনোবিজ্ঞানের প্রয়োগ দেখা যায়।
৩.শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগ বা প্রয়োজনীতা কী?
-শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও উন্নতি বিধানে শিক্ষা মনোবিজ্ঞানের যেসব ক্ষেত্রে ভূমিকা রাখে তা হলো:
ক.ছাত্র-শিক্ষক সম্পর্কে কেমন হলে শিক্ষক ফলপ্রসূ হয়।
খ. শিক্ষাদানের পদ্ধতি ও কৌশলসমূহ কি হওয়া উচিত।
গ.কিভাবে ছাত্রছাত্রীদের আগ্রহ, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানো যায় এবং
ঘ. শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্তাত ও যৌথ আলোচনার সুযোগ-সুবিধা প্রদান ইত্যাদি।
৪.শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা কি?
-শিল্প প্রতিষ্ঠানের নানা সমস্যা সমাধান ও উৎপাদন বৃদ্ধির জন্য মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন –
-ক.শিল্পোৎপাদন কিভাবে বাড়ানো যায়।
খ. শ্রমিকদের কোন পরিবেশে কর্মশক্তি বাড়ানো যায়
গ.শ্রমিক-মালিক সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় এবং
ঘ. উৎপাদিত দ্রব্যকে কিভাবে ক্রেতা ও ভোক্তাদের নিকট মনোমুগ্ধকর ও আকর্ষণীয় করা যায় ইত্যাদি।
৫.মনোবিজ্ঞানের পরিসর বা ক্ষেত্রসমূহ কী কী?
-ক্ষেত্রসমূহ হলো:
১.পরীক্ষণ মনোবিজ্ঞান
২.সমাজ মনোবিজ্ঞান
৩.শিশু বিষয়ক মনোবিজ্ঞান
৪.শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান
৫.চিকিৎসামূলক মনোবিজ্ঞান
৬.শিল্প মনোবিজ্ঞান
৭.শিক্ষা মনোবিজ্ঞান এবং
৮.প্রকৌশল মনোবিজ্ঞান