Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5146
"মানব সমাজের বিবর্তন ধারা"
১. পৃথিবীর আনুমানিক বয়স কত? ৪৫০০ মিলিয়ন বছর (প্রায়)।
২. পৃথিবীর আনুমানিক বয়স কত ? ৪৫০ কোটি বছর।
৩. প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল? ৫ লক্ষ বছর পূর্বে।
৪. জাভা মানব কোথায় পাওয়া যায়? ইন্দোনেশিয়ায়।
৫. হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায় ?জার্মানিতে।
৬. প্রায় সম্পূর্ণ 'অস্ট্রালোপিতিসিন্স লুসি'র কঙ্কাল ১৯৭৪ সালে নিচের কোন দেশে আবিষ্কৃত হয়? ইথিওপিয়া।
৭. মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে ?তামা।
৮. আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি ?লৌহ।
"সভ্যতা"
১. সংস্কৃতি হলো একটি -জীবন প্রণালী।
২. সংস্কৃতি বলতে কি বোঝায়? সার্বিক জীবনাচরণ।
৩. নিচের কোনটি সার্বজনীন সাংস্কৃতিক উপাদান নয়? ক) ভাষা খ) কম্পিউটার গ) সুনামি ঘ) বাসস্থান। (সুনামি)
৪. প্রাচীন সভ্যতা গুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব রেখেছিল? নদী।
৫. মানব সভ্যতার শুরু হয় কি দিয়ে ?আগুনের ব্যবহার থেকে।
৬. কোন সভ্যতার সবথেকে প্রাচীন ?মেসোপটেমিয়া।
৭. মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে।
৮. সভ্যতা সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে? সুমেরীয়।
৯. মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে ?ইরাক।
১০. দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে? মেসোপটেমীয় সভ্যতা।
১১. সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি ?মেসোপটেমীয়।
১১. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়।
১২. কিউনিফর্ম কি ?লিখন পদ্ধতি।
১৩. কোন সভ্যতায় প্রথম "চাকার "ব্যবহার প্রচলন হয়? সুমেরীয়।
১৪. 'Lunar Calendar ' was introduced by -Sumerians.
১৫. "ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান" কোন দেশে অবস্থিত? ইরাক।
১৬. কোন মহাকাব্য টি 'কিউনিফর্ম' লিপি তার রচিত? গিলগামেশ।
১৭. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়? ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে।
১৮. কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রীতে ভাগ করে? আসিরীয়রা।
১৯. নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয় ?ক্যালডীয়।
২০. কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে ?ক্যালডীয়।
২১.সাত দিনে এক সপ্তাহ প্রচলন করে কোন জাতি?ক্যালডীয়।
২২. হাম্বুরাবি কে ছিলেন ?আইন প্রণেতা।
২৩. ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণেতা কে ?হাম্বুরাবি।
২৪. আইন সংক্রান্ত হাম্বুরাবি কোর্ট কোন সভ্যতার সময় প্রণীত হয়েছিল? ব্যাবিলনীয় সভ্যতা।
২৫. কোন প্রাচীন সভ্যতায় হাম্বুরাবি আইন প্রচলিত হয়েছিলো ?মেসোপটেমীয়।
২৬. পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইন প্রচলন হয়? ব্যাবিলন।
সংগৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]