Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5143
১.বাংলাদেশের আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল?
-অস্ট্রিক।
২.বাংলাকে জান্নাতবাদ নামে অভিহিত করেন কে?
-সম্রাট হুমায়ুন।
৩.বাংলায় কৌলিণ্য প্রথা প্রবর্তন করেন কে?
-বল্লাল সেন।
৪.মোগল সম্রাটের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেন কে?
-বাবর।
৫.হাজী মুহম্মদ মোহসীনের বাড়ি কোথায়?
-হুগলী জেলায়।
৬.তেভাগা আন্দোলনের নেত্রী কে?
-ইলা মিত্র।
৭.বাংলা সাল গণনা শুরু পানিপথের ২য় যুদ্ধ ও সম্রাট আকবরের সিংহাসন লাভ –
-১৫৫৬ সালে।
৮.লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কী?
-হান্টার কমিশন।
৯.শেরে বাংলা এ.কে. ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন কত সালে?
-৯ মার্চ ১৯৫৬ সালে।
১০.বাংলাদেশের ডাল গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ঈশ্বরদী, পাবনা।
১১.ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
-চতুর্থ।
১২.বাংলাদেশের মোট নিবন্ধিত চা বাগান কতটি?
-১৬৬টি।
১৩.সুন্দরবনের দক্ষিণে দুবলার চর বিখ্যাত কিসের জন্য?
-মাছ ও শুটকির জন্য।
১৪.বাংলাদেশের সবচেয়ে উচুঁ বসতি কোনটি?
-পাসিংপাড়া।
১৫.বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা কত?
-৩২টি।
১৬.বর্তমানে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে কতটি?
-১০৪টি।
১৭.দেশের প্রথম ভাসমান হাসপাতাল কোনটি?
-জীবন তরী।
১৮.অবিভক্ত বাংলায় প্রথম আদশুমারী শুরু হয় কত সালে?
-১৮৭২ সালে।
১৯.বাংলাদেশের পঞ্চম ও সর্বশেষ আদমশুমারী পরিচালিত হয় কত সালে?
-২০১১ সালে।
২০.বাংলাদেশ ওইক এর সদস্যপদ লাভ করে কত সালে?
-১৯৭৪ সালে।
২১.জাতীসংঘের বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধ কে?
-রাবাব ফাতিমা
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  281 Views
  by rajib
  0 Replies 
  275 Views
  by rajib
  0 Replies 
  220 Views
  by rajib
  0 Replies 
  213 Views
  by rajib
  0 Replies 
  204 Views
  by rajib

  বর্তমান বিশ্বে আলোচিত বিষয়ের নাম করোনা ভ্যাক্সিন […]

  বিশ্বের প্রথম উড়ন্ত রেস কার সম্প্রতি বিশ্বের প্র[…]

  প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন ২০১৫ সালের […]

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]