Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5142
১.আনসার কী?
-আনসার একটি আরবি শব্দ। এর অর্থ সাহায্যকারী।
২.আনসার বাহিনী কখন গঠন করা হয়?
-তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি ইতিহাসখ্যাত মদিনার আনসারদের নামের অনুরূপ স্বেচ্ছাসেবী আনসার বাহিনী গঠন করা হয়।
৩.আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের মাসিক পত্রিকার নাম কী?
-প্রতিরোধ।
৪.আনসার ও ভিডিপি কোন মন্ত্রণালয়ের অধীন?
-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৫.সারা দেশে আনসার ও ভিডিপির সংখ্যা কত?
-৬১ লক্ষাধিক সদস্যের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী।
৬.কোন আইনসভায় আনসার আইন প্রথমবারের মতো গৃহীত হয়?
-১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ববঙ্গ আইনসভায়।
৭.স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হওয়ার আগে আনসার ভিডিপি কোনটির অধীনে পরিচালিত হতো?
-জাতীয় সার্ভিস বোর্ডের অধীনে।
৮.কত সালে আনসার ভিডিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসে?
-১৯৭৩ সালে।
৯.বিসিএস আনসার ক্যাডার কবে গঠিত হয়?
-১৯৮০ সালে।
১০.পাকিস্তান আমলে শান্তি শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী প্রত্যক্ষভাবে জড়িত ছিল কেন?
-থানা এবং পুলিশের সংখ্যা কম থাকার কারণে।
১১.কোন যুদ্ধে সীমান্ত রক্ষার আনসারগণ নিয়োজিত হয়েছিল?
-১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধ।
১২.পাকিস্তান সরকার কেন আনসার বাহিনীকে বেআইনি ঘোষণা দেয়?
-১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বিপল সংখ্যক আনসার যোগদান করার কারণে।
১৩.মুক্তিযুদ্ধে কতজন আনসার কর্মকর্তা শহীদ হন?
-৯ জন।
১৪.মুক্তিযুদ্ধে কতজন আনসার কর্মচারী ও সদস্য শহীদ হন?
-৪ জন কর্মচারী ও ৬৫৭ জন সদস্য।
১৫.১৯৭১ সালে অস্থায়ী সরকার প্রধানকে প্রথম কোন বাহিনী গার্ড অব অনার প্রদান করেছিল?
-আনসার বাহিনী।
১৬.আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কতটি?
-২টি।
১৭.দেশের সর্ববৃহৎ গ্রাম স্বেচ্ছাসেবী সংগঠন গ্রাম প্রতিরক্ষা দল গঠিত হয় কবে?
-১৯৭৬ সালের ৫ জানুয়ারি।
১৮.আইন-শৃঙ্খলা, নিরাপত্তার কাজে আনসার ভিডিপির কোন অঙ্গ-সংগঠন জড়িত?
-আনসার বাহিণী।
১৯.দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণে কোন অঙ্গ-সংগঠনের নির্ধারিত দায়িত্ব?
-আনসার ব্যাটালিয়ন।
২০.আনসার ভিডিপির কোন অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহ দমনে কাজ করছে?
-আনসার ব্যাটালিয়ন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1644 Views
    by bdchakriDesk
    0 Replies 
    240 Views
    by raihan
    0 Replies 
    438 Views
    by sajib
    0 Replies 
    274 Views
    by kajol
    0 Replies 
    217 Views
    by tamim

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]