Page 1 of 1

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ টিপস: পার্ট-০৯

Posted: Mon Dec 28, 2020 12:32 pm
by Ksaddam32843
১.গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন কে?
-শশাঙ্ক ।
২.বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ রয়েছে?
-১১টি।
৩.বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?
-আবদুর রউফ।
৪.সংবিধান দিবস পালিত হয় কত তারিখে?
-৪ নভেম্বর।
৫.প্রতিষ্ঠাকালীন বাংলাদেশ আওয়ামী লীগের নাম কী ছিল?
-আওয়ামী মুসলিম লীগ।
৬.গণতন্ত্রের মূল মন্ত্র কী?
-পরমতসহিষ্ণুতা
৭.মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯০৬ সালে।
৮.বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন?
-সংসদীয় গণতন্ত্র।
৯.বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
-৭ মার্চ ১৯৭৩ সালে ।
১০.বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১১.রাষ্ট্রের উপাদান কতটি?
-৪টি ।
১২.ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
-১৮৬৪ সালে।
১৩.বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থা কত স্তর বিশিষ্ট?
-৩।
১৪.বাংলাদেশের বৌদ্ধধর্মের বিখ্যাত সাধক কে?
-অতীশ দীপঙ্কর।
১৫.২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতবার?
-২ বার।
১৬.বাংলাদেশের নোবেলজয়ীর সংখ্যা কতজন?
-১ জন।
১৭.খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
-মহাস্থানগড়।
১৮.ময়নামতিতে নিদর্শন পাওয়া যায় কিসের?
-বৌদ্ধ সভ্যতার।
১৯.গণতন্ত্রের জন্ম কোথায়?
-গ্রিসে।
২০.কিউনিফর্ম লিখন পদ্ধতির আবিষ্কারক কারা?
-সুমেরীয়রা।
২১.সিন্ধু সভ্যতা গড়ে উঠিছিল কোথায়?
-সিন্ধু নদের তীরে।