Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5115
১.ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে আঘাত হানে কবে?
-৯ নভেম্বর ২০১৯।
২.ঘূর্ণিঝড় বুলবুল এর নামকরণ করে কোন দেশ?
-পাকিস্তান।
৩.সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত?
-সভাপতিসহ মোট ১১ জন।
৪.বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হতে যাওয়া নতুন দুটি ড্রিমলাইনারের নাম কী?
-সোনার তরী ও অচিন পাখি।
৫.জাতীয় সংসদে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৯ পাস হয় কবে?
-১২ নভেম্বর ২০১৯।
৬.বাংলাদেশে প্রতিযোগিতা কমিশনের বর্তমান চেয়ারপার্সন কে?
-মো. মফিজুল ইসলাম ।
৭.বাংলাদেশে উদ্ভাবিত পাতা পেয়াজের নাম কী?
-বারি পাতা পেয়াজ-১।
৮.বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চফলনশীল পুদিনার জাতের নাম কী?
-বারি পুদিনা-১ এবং বারি পুদিনা-২।
৯.বাংলাদেশের বাইরে কতটি দেশে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারিত হচ্ছে?
-১৪টি।
১০.খাসিয়াদের ভাষায় তাদের বর্ষ বিদায়ের নাম কী?
-খাসি সেঙ কুটস্যাম।
১১.ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান কার্যালয় ঢাকার কোথায় অবস্থিত?
-নিকুঞ্জ।
১২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ও শেষ চাকরি করেন কোথায়?
-বিমা খাতে।
১৩.বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
-মো. হানিফ উদ্দিন মিয়া।
১৪.রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটে ভ্রমণ করেন কবে?
-৫-৮ নভেম্বর ১৯১৯ সালে।
১৫.বেলজিয়ামের নারী প্রধানমন্ত্রীর কে?
-সোফি উইলমস।
১৬.ভারতের ৪৭ তম ও বর্তমান প্রধান বিচারপতির নাম কী?
-শারদ অরবিন্দ বোবদে।
১৭.বুগেনভিলের রাজধানীর নাম কী?
-বুকা।
১৮.পাতা পেঁয়াজের উৎপত্তিস্থল কোথায়?
-সাইবেরিয়া ও চীনে।
১৯.সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত অঞ্চলের দৈর্ঘ্য কত?
-১২০ কিমি।
২০.জাতীয় ক্রিকেট দল ২০১৯-২০ এ চ্যাম্পিয়ন কোন বিভাগ?
-খুলনা বিভাগ।
২১.২০২০ সালে ৩৬ তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
-ভিয়েতনাম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    503 Views
    by masum
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    662 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]