Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5101
১.বাংলাদের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচিত্র ধীরে বহে মেঘনা -এর পরিচালক কে ছিলেন?
-আলমগীর কবির
২.জাতিসংঘের কোন অঙ্গসংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে?
-অছি পরিষদ।
৩.বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ কবে উৎক্ষেপণ করা হয়?
-১১ মে ২০১৮ সালে ।
৪.ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডি.লি.ট ডিগ্রী প্রদান করে কত সালে?
-১৯৭৪ সালে।
৫.কোনটি নারীর বিরূদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত?
-সিডো
৬.বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ –
-মহেশখালী
৭.বাংলাদেশের প্রথম নারী মেয়র কে?
-সেলিনা হায়াত আইভি।
৮.কোন ইস্যুতে হংকং এ সাম্প্রতিক গণবিক্ষোভের সূত্রপাত হয়?
-প্রত্যর্পণ বিল।
৯.নিচের কোনটি বাংলাদেশের জাতীয় জরুরী সেবা প্রদান করে থাকে?
-৯৯৯
১০.মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নিম্নের কোন দেশটি সহায়তা করছে?
-জাপান।
১১.পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কী?
-জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
১২.কোন বিষয়কে ঘিরে # মি টু আন্দোলন টি সূচিত হয়?
-যৌন হয়রানি
১৩.১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন?
-লর্ড কার্জন।
১৪.বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে?
-কক্সবাজার
১৫.নিচের কোন দেশটি আমাজন বণাঞ্চলের আন্তর্ভুক্ত নয়?
-আর্জেন্টিনা।
১৬.বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবী কি?
-নাগরিকত্ব।
১৭.নিচের কোনটি স্প্রেড শিট এর একটি ফাংশন?
-নাগরিকত্ব।
১৮.ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কোন রাজনৈতিক দলের সদস্য?
-কনজারভেটিক পার্টি
১৯.আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
-ইউরোপ।
২০.ঢাকা কেন মেগাসিটি?
-অত্যধিক দালান-কোঠার জন্য
২১.অজান্তা গুহাচিত্রের বিষয়বস্তু কী?
-গৌতম বুদ্ধের জীবনকাহিনী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2794 Views
    by monideb21
    0 Replies 
    2598 Views
    by ahasan01921
    2 Replies 
    1154 Views
    by masum
    0 Replies 
    786 Views
    by bdchakriDesk
    0 Replies 
    790 Views
    by bdchakriDesk
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]