Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5094
১.প্রথম web browser_____WWW
(এটি টিম বার্নাস লি ১৯৯০ সালে তৈরি করেন)
২.Nescape Navigator উন্মুক্ত করা হয়----- ১৯৯৪
৩.Internet Exploer উন্মুক্ত করা হয়--- ১৯৯৫
৪.Safari উন্মুক্ত করা হয়--- ২০০৩ সালে
৫.LAN এর স্ট্যান্ডার্ড ভিত্তি----IEEE 802
৬.Wifi এর স্ট্যান্ডার্ড ভিত্তি----IEEE 802.11
৭. ব্লুটুথের স্ট্যান্ডার্ড ভিত্তি--_IEEE 802.15
৮.Wi-Max এর স্ট্যান্ডার্ড ভিত্তি---_IEEE 802.16
৯.প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে--- ক্লিপবোর্ড ও RAM
১০.স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠিত হয়-----১৯৬৯ সালে(দ.কোরিয়া)
১১.ওরাকল হচ্ছে-----মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান
১২.Oracle Corporation এর প্রতিষ্ঠাতা--লরেন্স জে এলিসন
১৩.ওরাকল প্রতিষ্ঠিত হয়----১৯৭৭ সালে
১৪.ওরাকলের সদরদপ্তর---ক্যালিফোর্নিয়া
১৫.মাইক্রোসফটের জনক------বিলগেটস
১৬.মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়----১৯৭৫
১৭.মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম----Bing
১৮.মাইক্রোসফটের সদরদপ্তর---ওয়াশিংটন DC
১৯.কম্পিউটার জগতের নাম করা প্রতিষ্ঠাতা----মাইক্রোসফট
২০.IBM এর সদরদপ্তর----নিউইয়র্কে
২১.এপল এর প্রতিষ্ঠাতা------স্টিভ জবস
২২.এপল প্রতিষ্ঠিত হয়----১৯৭৬ সালে
২৩.এপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য-----আইফোন
২৪.বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? ---ডাচ বাংলা ব্যাংক
২৫. বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য? ---- ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য
২৬. GSM মোবাইল ফোনের জন্য থাকে-- -- SIM
২৭.স্বচ্ছ টাচস্ক্রিন কত সালে উদ্ভাবন হয়? --১৯৭৪ সালে
২৮.বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? --খুলনা
২৯.বর্তমান গুগলের প্রধান- ----এরিক স্মিথ
৩০.অটোমেটেড টেলার মেশিন” কি কাজে ব্যবহৃত হয়? ---ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
৩১. IPVC কত বিটের হবে? ---১২৮
৩২. ব্লু-টুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত? ----2.4 GHz
৩৩.কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম আসে? ----সিটিসেল
৩৪.মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়সীমা কত--- ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত
৩৫.GSM কি ধরণের চ্যানেল একসেস পদ্ধতি? ------সম্মিলিত
৩৬.বর্তমানে একমাত্র কোন দেশ 4G ব্যবহার করছে? ---- দক্ষিণ কোরিয়া
৩৭.সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়? -----সাগরের তলদেশে
৩৮.কোনটি খুবই দ্রুত গতির? ---SPX
৩৯.IPV4 ভার্সনের IP Address এর পরের দুটি অকটেট কি প্রকাশ করে? -- Host ID
৪০.ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে-- http
৪১.কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়? --- Web browser
৪২.E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?----- ১৯৭২ সালে
৪৩.Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৪৪.মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৪৫.কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
৪৬.কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
৪৭.Bluetooth এর রেঞ্জ---- 10 -100 Meter
৪৮.Wi-fi এর গতি- 54 Mbps
৪৯.৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৫০.WiMax এর গতি- 75 Mbps
৫১.FDMA = Frequency Division Multiple Access
৫২.CDMA = Code Division Multiple Access
৫৩.GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
৫৪.GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি--- 4 ধরনের
৫৫.Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৫৬.মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৫৭.কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
৫৮.কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
৫৯.Bluetooth এর রেঞ্জ---- 10 -100 Meter
৬০.Wi-fi এর গতি- 54 Mbps
৬১.৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৬২.WiMax এর গতি- 75 Mbps
৬৩.FDMA = Frequency Division Multiple Access
৬৪.CDMA = Code Division Multiple Access
৬৫.GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
৬৬.GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি--- 4 ধরনের
সংগৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]