Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5094
১.প্রথম web browser_____WWW
(এটি টিম বার্নাস লি ১৯৯০ সালে তৈরি করেন)
২.Nescape Navigator উন্মুক্ত করা হয়----- ১৯৯৪
৩.Internet Exploer উন্মুক্ত করা হয়--- ১৯৯৫
৪.Safari উন্মুক্ত করা হয়--- ২০০৩ সালে
৫.LAN এর স্ট্যান্ডার্ড ভিত্তি----IEEE 802
৬.Wifi এর স্ট্যান্ডার্ড ভিত্তি----IEEE 802.11
৭. ব্লুটুথের স্ট্যান্ডার্ড ভিত্তি--_IEEE 802.15
৮.Wi-Max এর স্ট্যান্ডার্ড ভিত্তি---_IEEE 802.16
৯.প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে--- ক্লিপবোর্ড ও RAM
১০.স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠিত হয়-----১৯৬৯ সালে(দ.কোরিয়া)
১১.ওরাকল হচ্ছে-----মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান
১২.Oracle Corporation এর প্রতিষ্ঠাতা--লরেন্স জে এলিসন
১৩.ওরাকল প্রতিষ্ঠিত হয়----১৯৭৭ সালে
১৪.ওরাকলের সদরদপ্তর---ক্যালিফোর্নিয়া
১৫.মাইক্রোসফটের জনক------বিলগেটস
১৬.মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়----১৯৭৫
১৭.মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম----Bing
১৮.মাইক্রোসফটের সদরদপ্তর---ওয়াশিংটন DC
১৯.কম্পিউটার জগতের নাম করা প্রতিষ্ঠাতা----মাইক্রোসফট
২০.IBM এর সদরদপ্তর----নিউইয়র্কে
২১.এপল এর প্রতিষ্ঠাতা------স্টিভ জবস
২২.এপল প্রতিষ্ঠিত হয়----১৯৭৬ সালে
২৩.এপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য-----আইফোন
২৪.বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? ---ডাচ বাংলা ব্যাংক
২৫. বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য? ---- ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য
২৬. GSM মোবাইল ফোনের জন্য থাকে-- -- SIM
২৭.স্বচ্ছ টাচস্ক্রিন কত সালে উদ্ভাবন হয়? --১৯৭৪ সালে
২৮.বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? --খুলনা
২৯.বর্তমান গুগলের প্রধান- ----এরিক স্মিথ
৩০.অটোমেটেড টেলার মেশিন” কি কাজে ব্যবহৃত হয়? ---ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
৩১. IPVC কত বিটের হবে? ---১২৮
৩২. ব্লু-টুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত? ----2.4 GHz
৩৩.কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম আসে? ----সিটিসেল
৩৪.মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়সীমা কত--- ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত
৩৫.GSM কি ধরণের চ্যানেল একসেস পদ্ধতি? ------সম্মিলিত
৩৬.বর্তমানে একমাত্র কোন দেশ 4G ব্যবহার করছে? ---- দক্ষিণ কোরিয়া
৩৭.সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়? -----সাগরের তলদেশে
৩৮.কোনটি খুবই দ্রুত গতির? ---SPX
৩৯.IPV4 ভার্সনের IP Address এর পরের দুটি অকটেট কি প্রকাশ করে? -- Host ID
৪০.ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে-- http
৪১.কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়? --- Web browser
৪২.E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?----- ১৯৭২ সালে
৪৩.Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৪৪.মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৪৫.কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
৪৬.কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
৪৭.Bluetooth এর রেঞ্জ---- 10 -100 Meter
৪৮.Wi-fi এর গতি- 54 Mbps
৪৯.৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৫০.WiMax এর গতি- 75 Mbps
৫১.FDMA = Frequency Division Multiple Access
৫২.CDMA = Code Division Multiple Access
৫৩.GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
৫৪.GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি--- 4 ধরনের
৫৫.Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৫৬.মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৫৭.কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
৫৮.কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
৫৯.Bluetooth এর রেঞ্জ---- 10 -100 Meter
৬০.Wi-fi এর গতি- 54 Mbps
৬১.৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৬২.WiMax এর গতি- 75 Mbps
৬৩.FDMA = Frequency Division Multiple Access
৬৪.CDMA = Code Division Multiple Access
৬৫.GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
৬৬.GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি--- 4 ধরনের
সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2794 Views
    by monideb21
    0 Replies 
    2598 Views
    by ahasan01921
    1 Replies 
    1412 Views
    by anwar
    2 Replies 
    1910 Views
    by bakeer
    0 Replies 
    465 Views
    by bdchakriDesk
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]