Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5089
১.জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত সর্বশেষ শুল্ক স্টেশন কোনটি?
-রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা।
২.পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নতুন নাম কী?
-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড়।
৩.৬ষ্ঠ আদমশুমারী ও গৃহ গনণা কবে শুরু হবে?
-১৭-২৪ মার্চ ২০২১ সালে।
৪.পদ্মা সেতু প্রকল্পে প্রথম রেলওয়ে স্প্যান বসানো হয় কোথায়?
-১৭ মে ২০১৯।
৫.সংগ্রাম ও প্রত্যাশা কী?
-বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ।
৬.বর্তমানে দুর্গম ঘোষিত উপজেলা কতটি?
-১৬টি।
৭.সম্প্রতি সন্ধান পাওয়া ফিকল ঝরণা কোথায় অবস্থিত?
-কমলগঞ্জ, মৌলভিবাজার।
৮.বনবিভাগের তথ্যমতে, সুন্দরবনে বাঘের সংখ্যা বর্তমারে কতটি?
-১১৪টি।
৯.ফনী শব্দের অর্থ কী?
-সাপ।
১০.গবাদিপশু উৎপাদনে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কত?
-১২ তম।
১১.জীবন বিমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন কত?
-৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা।
১২.সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন কত?
-১০০০ কোটি টাকা।
১৩.বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচিত্রের পরিচালক কে?
-শ্যাম বেনেগাল।
১৪.ইউরোপের প্রথম ইকো মসজিদ নির্মিত হয় কোথায়?
-যুক্তরাজ্যে।
১৫.বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি?
-১৮৭টি।
১৬.২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
-অধ্যাপক আনিসুজ্জামান।
১৭.বর্তমানে দেশে নিবন্ধিদ রাজনৈতিক দল কতটি?
-৪১টি।
১৮.বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
১৯.অপরিণত শিশু জন্মহারে শীর্ষ দেশ কোনটি?
-বাংলাদেশ।
২০.প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
-ফিলিপাইন।

    গঞ্জযুক্ত উপজেলা উপজেলা – জেলা আজমিরিগঞ্জ,[…]

    ১.ইলিশ কোন গোত্রের সদস্য? -ইলিশকে ইংরেজিতে Hilsa ব[…]

    ১.বর্তমানে দেশে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্ল[…]

    ১.জাতিসংঘ সচিবালয় কাদের নিয়ে গঠিত? -জাতিসংঘ সদর […]