- Sat Dec 26, 2020 12:02 pm#5087
১.বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
-সুন্দরবন।
২.ইসরাইলের কথিত ই-ওয়ান অঞ্চল কোথায় অবস্থিত?
-জেরুজালেম।
৩.শাদের নামকরণ করা হয় কোথা থেকে?
-শাদ হ্রদের নাম থেকে।
৪.ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কাকে?
-ভিয়েনাকে।
৫.মানচিত্রে কোন দেশের আকৃতি অনেকটা বুট জুতার মতো?
-ইতালির।
৬.পৃথিবীর সর্বদক্ষিণের নগরী কোনটি?
-পুয়োর্তো উইলিয়ামস।
৭.বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল?
-আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
৮.এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি?
-গোবি মরুভূমি।
৯.দক্ষিণ আফ্রিকার মহাদেশ দেখতে কেমন?
-ত্রিকোণাকার।
১০.পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
-আন্দিজ পর্বতমালা।
১১.ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
-পুঁসাক জায়া।
১২.ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত?
-লুজন দ্বীপ।
১৩.ফুজিয়ামা, মনালোয়া ইত্যাদি পর্বত হলো –
-আগ্নেয় পর্বত।
১৪.অন্নপূর্ণা পর্বতের অবস্থান কোথায়?
-নেপালে।
১৫.মধূপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং কেমন?
-লালচে ও ধূসর।
১৬.বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম কী?
-মহানন্দা
১৭.সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
-৮ বর্গ কিলোমিটার।
১৮.বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত লেক কোনটি?
-বগা।
১৯.বাংলাদেশের বৃহত্তম ও দ্বিতীয় সাফারি পার্ক কোনটি?
-বঙ্গবন্ধু সাফারি পার্ক।
২০.আড়িয়ল বিল কোথায় অবস্থিত?
-মুন্সিগঞ্জে।
২১.আরব মরুভূমির একটি স্খানীয় বায়ু কী?
-সাইমুম।
-সুন্দরবন।
২.ইসরাইলের কথিত ই-ওয়ান অঞ্চল কোথায় অবস্থিত?
-জেরুজালেম।
৩.শাদের নামকরণ করা হয় কোথা থেকে?
-শাদ হ্রদের নাম থেকে।
৪.ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কাকে?
-ভিয়েনাকে।
৫.মানচিত্রে কোন দেশের আকৃতি অনেকটা বুট জুতার মতো?
-ইতালির।
৬.পৃথিবীর সর্বদক্ষিণের নগরী কোনটি?
-পুয়োর্তো উইলিয়ামস।
৭.বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল?
-আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
৮.এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি?
-গোবি মরুভূমি।
৯.দক্ষিণ আফ্রিকার মহাদেশ দেখতে কেমন?
-ত্রিকোণাকার।
১০.পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
-আন্দিজ পর্বতমালা।
১১.ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
-পুঁসাক জায়া।
১২.ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত?
-লুজন দ্বীপ।
১৩.ফুজিয়ামা, মনালোয়া ইত্যাদি পর্বত হলো –
-আগ্নেয় পর্বত।
১৪.অন্নপূর্ণা পর্বতের অবস্থান কোথায়?
-নেপালে।
১৫.মধূপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং কেমন?
-লালচে ও ধূসর।
১৬.বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম কী?
-মহানন্দা
১৭.সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
-৮ বর্গ কিলোমিটার।
১৮.বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত লেক কোনটি?
-বগা।
১৯.বাংলাদেশের বৃহত্তম ও দ্বিতীয় সাফারি পার্ক কোনটি?
-বঙ্গবন্ধু সাফারি পার্ক।
২০.আড়িয়ল বিল কোথায় অবস্থিত?
-মুন্সিগঞ্জে।
২১.আরব মরুভূমির একটি স্খানীয় বায়ু কী?
-সাইমুম।