Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#684
সামনের অফিসার ( ক্যাশ) কম্বাইন AUST পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলির গুরু্ত্বপূর্ণ ১০০ প্রশ্নোত্তর –

প্রশ্নঃ The newest member of SARRC is-/ সার্কের নতুন সদস্য দেশ কোনটি?
উত্তর : Afghanistan(আফগানিস্তান)

প্রশ্নঃ Where is the Headquarters of the UN Security council located at?/জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : New York

প্রশ্নঃ Where is the headquarter of the Islamic Development Bank(IDB) located?/ ইসলামী উন্নয়ন ব্যাংকের (IDB) সদর দপ্তর বা প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তর : Jeddah(জেদ্দা)

প্রশ্নঃ জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে সার্কভূক্ত কোন দেশটি সবচেয়ে অগ্রগামী?
উত্তর : শ্রীলংকা

প্রশ্নঃ Head office of Amnesty International Situated in-/ অ্যামনেস্টি ইন্টরন্যাশনাল- এর সদর দপ্তর কোথায়?
উত্তর : London

প্রশ্নঃ NASA-এর সদর দফতর কোথায়?
উত্তর : কেপ কেনেডি

প্রশ্নঃ ‘লীগ অব নেশনস’ কোন সালে বিলুপ্ত হয়?
উত্তর : ১৯৪৬

প্রশ্নঃ ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হবে?
উত্তর : ২০১৯ সালে

প্রশ্নঃ ১০ জুলাই ২০১৫ সাংহাই সহযোগিতা সংস্থায় (SCO) কোন দুটি দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার ঘোষণা দেয়া হয়?
উত্তর : ভারত ও পাকিস্তান

প্রশ্নঃ জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর : ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া

প্রশ্নঃ সার্কের সচিবলায় কোথায় অবস্থিত?
উত্তর : কাঠমান্ডু

প্রশ্নঃ ইউরো বলতে কি বোঝায়?
উত্তর : ইউরোপীয় মুদ্রার নাম

প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতম শীর্ষ সম্মেলন কোথায়, কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : বেলগ্রেড, ১৯৬১

প্রশ্নঃ ECO র সদস্য সংখ্যা কত?
উত্তর : ১০

প্রশ্নঃ জাতিসংঘের পঞ্চম উপ-মহাসচিব কে?
উত্তর : আমিনা জে মোহাম্মদ

প্রশ্নঃ MIGA কখন গঠিত হয়?
উত্তর : ১৯৮৮ সনে

প্রশ্নঃHDI ধারণাটি কোন সংস্তার উদ্ভাবন?
উত্তর : UNDP

প্রশ্নঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কি?
উত্তর : প্রশাসক

প্রশ্নঃ The five permanent members of the security councils of the UNO are:/জাতিসংঘের পাঁচজন স্থায়ী সদস্য হল-
উত্তর : USA-UK-Russia-France-China

প্রশ্নঃ আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতার নাম কি?
উত্তর : Paul Haris

প্রশ্নঃ Which is the biggest oil consuming country in the world?/বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর : USA

প্রশ্নঃ গ্রুপ ৭৭ কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত?
উত্তর : উন্নয়নশীল

প্রশ্নঃ জাতিসংঘ সনদ কোন সাল কার্যকরী হয়?
উত্তর : ১৯৪৫ সালে

প্রশ্নঃ What kind of organization is Amnesty International?/ Amnesty International কি ধরনের সংস্থা?
উত্তর : Human Rights

প্রশ্নঃ IMF gives loan for:
উত্তর : Correecting unfavourable Balance of Payment

প্রশ্নঃ এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ব্যাংকক

প্রশ্নঃ আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হারম্যান মেইনার

প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলন কি অর্থে সংজ্ঞায়িত হয়েছিল?
উত্তর : স্নায়ুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের বহুমাত্রিক জোটের অন্তর্ভূক্তি পরিহার

প্রশ্নঃ IPCC কি?
উত্তর : জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা

প্রশ্নঃ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দফতর কোথায় অবস্থিত? ‘স্থায়ী সালিসি আদালত’ কোথায় অবস্থিত?
উত্তর : দি হেগ

প্রশ্নঃ কত সালে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষনাপত্র প্রকাশ করা হয়েছিল?
উত্তর : ২০০০

প্রশ্নঃ OPEC’র বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
উত্তর : ১৪টি

প্রশ্নঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড

প্রশ্নঃ কোন দেশগুলো ডি-৮ দেশসমূহের অন্তর্ভূক্ত নয়?
উত্তর : ভারত, নেপাল, শ্রীলঙ্কা

প্রশ্নঃ নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তর : ঘানা

প্রশ্নঃ ইসরাইরের গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তর : মোসাদ

প্রশ্নঃ সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
উত্তর : মালদ্বীপ

প্রশ্নঃ বিশ্ব রোটারী ক্লাবের হেড অফিস কোথায়?
উত্তর : শিকাগো

প্রশ্নঃ ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম কি?
উত্তর : ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট

প্রশ্নঃ সার্কভূক্ত দেশগুলো বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানি ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার জন্য যে চুক্তিতে একমত হয়েছে তার নাম কি?
উত্তর : South Asian Preferential Trade Agreement(SAPTA)

প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে–
উত্তর : বিনা সুদে

প্রশ্নঃ ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম-
উত্তর : স্কটল্যান্ড ইয়ার্ড

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কবে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TTP) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
উত্তর : ২৩ জানুয়ারি ২০১৭

প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় কত তারিখে?
উত্তর : ১৯৫৭ সালের ২৫ মার্চ

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বাংলাদেশে প্রতি হাজারে HIV আক্রান্ত কতজন?
উত্তর : ০.০১

প্রশ্নঃ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
উত্তর : ১৭৩টি

প্রশ্নঃ ILO head office is situated in:/আন্তর্জাতিক শ্রম অফিস (ILO) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তর : Geneva

প্রশ্নঃ ‘ফোর্স সেভেনটিন’ কোন দেশের গেরিলা সংগঠন?
উত্তর : প্যালেস্টাইন

প্রশ্নঃ পিএলও- এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
উত্তর : নিউইয়র্ক

প্রশ্নঃ জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?
উত্তর : যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য

প্রশ্নঃ SDG -এর পূর্ণরূপ কি?
উত্তর : Sustainable Development Goals

প্রশ্নঃ দ্যাগ হ্যামারশোল্ড জাতিসংঘের মহাসচিব ছিলেন তিনি তার নাম কিভাবে লিখতেন?
উত্তর : Dag Hammarskjold

প্রশ্নঃ কোনটি (BENELUX)-এর সদস্য?
উত্তর : বেলজিয়াম

প্রশ্নঃকমনওয়েলথের এর প্রধান কে?
উত্তর : ইংল্যান্ডের রানী

প্রশ্নঃ জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা?
উত্তর : ৬

প্রশ্নঃ দশম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : আনতোলিয়া, তুরস্ক

প্রশ্নঃ বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০’ রিপোর্ট অনুসারে নারী নির্যাতন এর ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ?
উত্তর : পাপুয়া নিউগিনি

প্রশ্নঃ সার্ক (SAARC) দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ –
উত্তর : মালদ্বীপ

প্রশ্নঃ ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত?
উত্তর : জার্মানি

প্রশ্নঃ HDI এর পূর্নরূপ হলো-
উত্তর : Human Development Index

প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব কুট ওয়াল্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : অস্ট্রিয়া

প্রশ্নঃ Head office of the bank of the south is in-/ব্যাংক অব সাউথ এর প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : Venezuela

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর কোথায় অবস্থিত?
উত্তর : হার্জফোর্ট জ্যাক্সন

প্রশ্নঃ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তর : পাঁচজন

প্রশ্নঃ কমনওয়েলথের কোন দেশটি আকারে সর্ববৃহৎ?
উত্তর : কানাডা

প্রশ্নঃ জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে পরিগণিত হয়?
উত্তর : পোল্যান্ড

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী প্রতি লাখে আত্মহত্যায় আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : শ্রীলংকা

প্রশ্নঃ ‘এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তর : আমেরিকা

প্রশ্নঃ G-77-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
উত্তর : দক্ষিণ সুদান

প্রশ্নঃ ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন (AU)-এ পুনরায় যোগদান করে কোন দেশ?
উত্তর : মরক্কো

প্রশ্নঃ খাদ্য ও কৃষি সংস্থার প্রধনা কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : রোমে

প্রশ্নঃ সার্ক- এর সদস্য দেশ কয়টি?
উত্তর :. ৮

প্রশ্নঃ জাতিসংঘ পুষ্টিবিষয়ক কার্যক্রম দশক (United Nations Decade of Action on Nutrition) কোনটি?
উত্তর : ২০১৬ – ২০২৫

প্রশ্নঃ সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর?
উত্তর : থাইল্যান্ড

প্রশ্নঃ NATO কোন ধরনের জোট?
উত্তর : সামরিক

প্রশ্নঃ জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত কে?
উত্তর : মালালা ইউসুফজাঈ

প্রশ্নঃ SDSN-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ কোনটি?
উত্তর : টোগো

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) মোট শান্তিরক্ষা মিশন কতটি?
উত্তর : ৭১ টি

প্রশ্নঃ অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায়?
উত্তর : লন্ডন

প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কোন সালে?
উত্তর : ১৯৭৫

প্রশ্নঃ বিশ্ব শুল্ক সংস্থা (WCO)- এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
উত্তর : ১৮২ টি


প্রশ্নঃ World Islamic Economic Forum কখন ও কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ২-৪ আগস্ট, জাকার্তা, ইন্দোনেশিয়া

প্রশ্নঃ NATO ভুক্ত মুসলিম দেশের নাম কী?
উত্তর : তুরস্ক

প্রশ্নঃ Which one of the following is the currency of European Union?/ উইরোপীয় সাধারণ মুদ্রার নাম কি?
উত্তর : Euro

প্রশ্নঃ ২৫ মে ২০১৭ কোন দেশ OPEC’র ১৪তম সদস্যপদ লাভ করে?
উত্তর : নিরক্ষীয় গিনি

প্রশ্নঃ JICA (OTCA নামে) বাংলাদেশে কার্যক্রম শুরু করে কোন সালে?
উত্তর : ১৯৭৪

প্রশ্নঃ PKK কি?
উত্তর : তুরস্কের কুর্দিদের সংগঠন


প্রশ্নঃ Yalta Conference এর একটি লক্ষ্য ছিলঃ
উত্তর : জাতিসংঘ প্রতিষ্ঠা

প্রশ্নঃ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SARRC) গটিত হয় কোন সালে?
উত্তর : ১৯৮৫

প্রশ্নঃ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক হতে কোন দেশটি নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেয়?
উত্তর : ইকুয়েডর

প্রশ্নঃ আই.এম.এফ এর প্রধান কাজ কি?
উত্তর : আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা

প্রশ্নঃ বাংলাদেশ ওআইসির কততম সদস্য?
উত্তর : ৩২তম

প্রশ্নঃ When was the World Trade Organization (WTO) established?/বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কোন সনে গঠিত হয়?
উত্তর : 1st January, 1996

প্রশ্নঃ প্রথম তথ্য সমাজ শীর্ষ সম্মেলন (World Summit on the information Society) কোন শহরে অনুষ্ঠিত হযেছিল?
উত্তর : জেনেভা

প্রশ্নঃ কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
উত্তর : জার্মানি

প্রশ্নঃ রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
উত্তর : জাপান

প্রশ্নঃ আফ্রিকান ইউনিয়ন (AU)- এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
উত্তর : ৫৫টি

প্রশ্নঃ কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয়?
উত্তর : যুক্তরাজ্য

প্রশ্নঃ কোন ধরনের আটটি দেশকে ‘জ-৮’ বলা হয়?
উত্তর : শিল্পোন্নত

প্রশ্নঃ AIIB’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ৭৭টি

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় কখন অনুষ্ঠিত হয়?
উত্তর : সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন

প্রশ্নঃ SDSN-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর : সুইজারল্যান্ড

সংগৃহিতঃ- S K M Kamal
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]