Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#684
সামনের অফিসার ( ক্যাশ) কম্বাইন AUST পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলির গুরু্ত্বপূর্ণ ১০০ প্রশ্নোত্তর –

প্রশ্নঃ The newest member of SARRC is-/ সার্কের নতুন সদস্য দেশ কোনটি?
উত্তর : Afghanistan(আফগানিস্তান)

প্রশ্নঃ Where is the Headquarters of the UN Security council located at?/জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : New York

প্রশ্নঃ Where is the headquarter of the Islamic Development Bank(IDB) located?/ ইসলামী উন্নয়ন ব্যাংকের (IDB) সদর দপ্তর বা প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তর : Jeddah(জেদ্দা)

প্রশ্নঃ জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে সার্কভূক্ত কোন দেশটি সবচেয়ে অগ্রগামী?
উত্তর : শ্রীলংকা

প্রশ্নঃ Head office of Amnesty International Situated in-/ অ্যামনেস্টি ইন্টরন্যাশনাল- এর সদর দপ্তর কোথায়?
উত্তর : London

প্রশ্নঃ NASA-এর সদর দফতর কোথায়?
উত্তর : কেপ কেনেডি

প্রশ্নঃ ‘লীগ অব নেশনস’ কোন সালে বিলুপ্ত হয়?
উত্তর : ১৯৪৬

প্রশ্নঃ ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হবে?
উত্তর : ২০১৯ সালে

প্রশ্নঃ ১০ জুলাই ২০১৫ সাংহাই সহযোগিতা সংস্থায় (SCO) কোন দুটি দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার ঘোষণা দেয়া হয়?
উত্তর : ভারত ও পাকিস্তান

প্রশ্নঃ জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর : ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া

প্রশ্নঃ সার্কের সচিবলায় কোথায় অবস্থিত?
উত্তর : কাঠমান্ডু

প্রশ্নঃ ইউরো বলতে কি বোঝায়?
উত্তর : ইউরোপীয় মুদ্রার নাম

প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতম শীর্ষ সম্মেলন কোথায়, কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : বেলগ্রেড, ১৯৬১

প্রশ্নঃ ECO র সদস্য সংখ্যা কত?
উত্তর : ১০

প্রশ্নঃ জাতিসংঘের পঞ্চম উপ-মহাসচিব কে?
উত্তর : আমিনা জে মোহাম্মদ

প্রশ্নঃ MIGA কখন গঠিত হয়?
উত্তর : ১৯৮৮ সনে

প্রশ্নঃHDI ধারণাটি কোন সংস্তার উদ্ভাবন?
উত্তর : UNDP

প্রশ্নঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কি?
উত্তর : প্রশাসক

প্রশ্নঃ The five permanent members of the security councils of the UNO are:/জাতিসংঘের পাঁচজন স্থায়ী সদস্য হল-
উত্তর : USA-UK-Russia-France-China

প্রশ্নঃ আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতার নাম কি?
উত্তর : Paul Haris

প্রশ্নঃ Which is the biggest oil consuming country in the world?/বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর : USA

প্রশ্নঃ গ্রুপ ৭৭ কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত?
উত্তর : উন্নয়নশীল

প্রশ্নঃ জাতিসংঘ সনদ কোন সাল কার্যকরী হয়?
উত্তর : ১৯৪৫ সালে

প্রশ্নঃ What kind of organization is Amnesty International?/ Amnesty International কি ধরনের সংস্থা?
উত্তর : Human Rights

প্রশ্নঃ IMF gives loan for:
উত্তর : Correecting unfavourable Balance of Payment

প্রশ্নঃ এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ব্যাংকক

প্রশ্নঃ আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হারম্যান মেইনার

প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলন কি অর্থে সংজ্ঞায়িত হয়েছিল?
উত্তর : স্নায়ুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের বহুমাত্রিক জোটের অন্তর্ভূক্তি পরিহার

প্রশ্নঃ IPCC কি?
উত্তর : জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা

প্রশ্নঃ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দফতর কোথায় অবস্থিত? ‘স্থায়ী সালিসি আদালত’ কোথায় অবস্থিত?
উত্তর : দি হেগ

প্রশ্নঃ কত সালে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষনাপত্র প্রকাশ করা হয়েছিল?
উত্তর : ২০০০

প্রশ্নঃ OPEC’র বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
উত্তর : ১৪টি

প্রশ্নঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড

প্রশ্নঃ কোন দেশগুলো ডি-৮ দেশসমূহের অন্তর্ভূক্ত নয়?
উত্তর : ভারত, নেপাল, শ্রীলঙ্কা

প্রশ্নঃ নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তর : ঘানা

প্রশ্নঃ ইসরাইরের গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তর : মোসাদ

প্রশ্নঃ সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
উত্তর : মালদ্বীপ

প্রশ্নঃ বিশ্ব রোটারী ক্লাবের হেড অফিস কোথায়?
উত্তর : শিকাগো

প্রশ্নঃ ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম কি?
উত্তর : ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট

প্রশ্নঃ সার্কভূক্ত দেশগুলো বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানি ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার জন্য যে চুক্তিতে একমত হয়েছে তার নাম কি?
উত্তর : South Asian Preferential Trade Agreement(SAPTA)

প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে–
উত্তর : বিনা সুদে

প্রশ্নঃ ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম-
উত্তর : স্কটল্যান্ড ইয়ার্ড

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কবে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TTP) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
উত্তর : ২৩ জানুয়ারি ২০১৭

প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় কত তারিখে?
উত্তর : ১৯৫৭ সালের ২৫ মার্চ

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বাংলাদেশে প্রতি হাজারে HIV আক্রান্ত কতজন?
উত্তর : ০.০১

প্রশ্নঃ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
উত্তর : ১৭৩টি

প্রশ্নঃ ILO head office is situated in:/আন্তর্জাতিক শ্রম অফিস (ILO) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তর : Geneva

প্রশ্নঃ ‘ফোর্স সেভেনটিন’ কোন দেশের গেরিলা সংগঠন?
উত্তর : প্যালেস্টাইন

প্রশ্নঃ পিএলও- এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
উত্তর : নিউইয়র্ক

প্রশ্নঃ জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?
উত্তর : যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য

প্রশ্নঃ SDG -এর পূর্ণরূপ কি?
উত্তর : Sustainable Development Goals

প্রশ্নঃ দ্যাগ হ্যামারশোল্ড জাতিসংঘের মহাসচিব ছিলেন তিনি তার নাম কিভাবে লিখতেন?
উত্তর : Dag Hammarskjold

প্রশ্নঃ কোনটি (BENELUX)-এর সদস্য?
উত্তর : বেলজিয়াম

প্রশ্নঃকমনওয়েলথের এর প্রধান কে?
উত্তর : ইংল্যান্ডের রানী

প্রশ্নঃ জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা?
উত্তর : ৬

প্রশ্নঃ দশম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : আনতোলিয়া, তুরস্ক

প্রশ্নঃ বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০’ রিপোর্ট অনুসারে নারী নির্যাতন এর ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ?
উত্তর : পাপুয়া নিউগিনি

প্রশ্নঃ সার্ক (SAARC) দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ –
উত্তর : মালদ্বীপ

প্রশ্নঃ ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত?
উত্তর : জার্মানি

প্রশ্নঃ HDI এর পূর্নরূপ হলো-
উত্তর : Human Development Index

প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব কুট ওয়াল্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : অস্ট্রিয়া

প্রশ্নঃ Head office of the bank of the south is in-/ব্যাংক অব সাউথ এর প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : Venezuela

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর কোথায় অবস্থিত?
উত্তর : হার্জফোর্ট জ্যাক্সন

প্রশ্নঃ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তর : পাঁচজন

প্রশ্নঃ কমনওয়েলথের কোন দেশটি আকারে সর্ববৃহৎ?
উত্তর : কানাডা

প্রশ্নঃ জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে পরিগণিত হয়?
উত্তর : পোল্যান্ড

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী প্রতি লাখে আত্মহত্যায় আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : শ্রীলংকা

প্রশ্নঃ ‘এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তর : আমেরিকা

প্রশ্নঃ G-77-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
উত্তর : দক্ষিণ সুদান

প্রশ্নঃ ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন (AU)-এ পুনরায় যোগদান করে কোন দেশ?
উত্তর : মরক্কো

প্রশ্নঃ খাদ্য ও কৃষি সংস্থার প্রধনা কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : রোমে

প্রশ্নঃ সার্ক- এর সদস্য দেশ কয়টি?
উত্তর :. ৮

প্রশ্নঃ জাতিসংঘ পুষ্টিবিষয়ক কার্যক্রম দশক (United Nations Decade of Action on Nutrition) কোনটি?
উত্তর : ২০১৬ – ২০২৫

প্রশ্নঃ সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর?
উত্তর : থাইল্যান্ড

প্রশ্নঃ NATO কোন ধরনের জোট?
উত্তর : সামরিক

প্রশ্নঃ জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত কে?
উত্তর : মালালা ইউসুফজাঈ

প্রশ্নঃ SDSN-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ কোনটি?
উত্তর : টোগো

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) মোট শান্তিরক্ষা মিশন কতটি?
উত্তর : ৭১ টি

প্রশ্নঃ অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায়?
উত্তর : লন্ডন

প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কোন সালে?
উত্তর : ১৯৭৫

প্রশ্নঃ বিশ্ব শুল্ক সংস্থা (WCO)- এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
উত্তর : ১৮২ টি


প্রশ্নঃ World Islamic Economic Forum কখন ও কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ২-৪ আগস্ট, জাকার্তা, ইন্দোনেশিয়া

প্রশ্নঃ NATO ভুক্ত মুসলিম দেশের নাম কী?
উত্তর : তুরস্ক

প্রশ্নঃ Which one of the following is the currency of European Union?/ উইরোপীয় সাধারণ মুদ্রার নাম কি?
উত্তর : Euro

প্রশ্নঃ ২৫ মে ২০১৭ কোন দেশ OPEC’র ১৪তম সদস্যপদ লাভ করে?
উত্তর : নিরক্ষীয় গিনি

প্রশ্নঃ JICA (OTCA নামে) বাংলাদেশে কার্যক্রম শুরু করে কোন সালে?
উত্তর : ১৯৭৪

প্রশ্নঃ PKK কি?
উত্তর : তুরস্কের কুর্দিদের সংগঠন


প্রশ্নঃ Yalta Conference এর একটি লক্ষ্য ছিলঃ
উত্তর : জাতিসংঘ প্রতিষ্ঠা

প্রশ্নঃ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SARRC) গটিত হয় কোন সালে?
উত্তর : ১৯৮৫

প্রশ্নঃ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক হতে কোন দেশটি নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেয়?
উত্তর : ইকুয়েডর

প্রশ্নঃ আই.এম.এফ এর প্রধান কাজ কি?
উত্তর : আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা

প্রশ্নঃ বাংলাদেশ ওআইসির কততম সদস্য?
উত্তর : ৩২তম

প্রশ্নঃ When was the World Trade Organization (WTO) established?/বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কোন সনে গঠিত হয়?
উত্তর : 1st January, 1996

প্রশ্নঃ প্রথম তথ্য সমাজ শীর্ষ সম্মেলন (World Summit on the information Society) কোন শহরে অনুষ্ঠিত হযেছিল?
উত্তর : জেনেভা

প্রশ্নঃ কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
উত্তর : জার্মানি

প্রশ্নঃ রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
উত্তর : জাপান

প্রশ্নঃ আফ্রিকান ইউনিয়ন (AU)- এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
উত্তর : ৫৫টি

প্রশ্নঃ কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয়?
উত্তর : যুক্তরাজ্য

প্রশ্নঃ কোন ধরনের আটটি দেশকে ‘জ-৮’ বলা হয়?
উত্তর : শিল্পোন্নত

প্রশ্নঃ AIIB’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ৭৭টি

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় কখন অনুষ্ঠিত হয়?
উত্তর : সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন

প্রশ্নঃ SDSN-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর : সুইজারল্যান্ড

সংগৃহিতঃ- S K M Kamal
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    648 Views
    by pmiah20
    0 Replies 
    594 Views
    by abdullahalnoman022
    0 Replies 
    645 Views
    by aia999450
    0 Replies 
    763 Views
    by ajewel9393
    0 Replies 
    433 Views
    by akashcou0
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]