Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5068
১.শেখ জামাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
-কক্সবাজার।
২.বঙ্গবন্ধু মানমন্দির নির্মাণ করা হবে কোথায়?
-ভাঙ্গা, ফরিদপুর।
৩.বর্তমানে বাংলাদেশ মৎস ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে কতটি দেশে?
-৫০টি।
৪.বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর কে?
-মার্সি মিয়াং টেমবন।
৫.বাংলাদেশে পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-ফরিদপুর।
৬.অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?
-১,৯০৯ মার্কিন ডলার।
৭.বাংলাদেশ বিমান তৃতীয় ড্রিমলাইনারের নাম কী?
-গাঙচিল।
৮.বাংলাদেশের প্রথম লোহার খনি কোথায় অবস্থিত?
-হাকিমপুর, দিনাজপুর।
৯.নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইনে ভ্যাট স্তর কতটি?
-চারটি।
১০.বর্তমানে বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
-বঙ্গ।
১১.ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
-৪,১৫৬ কিমি।
১২.কান্তজীন মন্দির কোথায় অবস্থিত?
-দিনাজপুর।
১৩.ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
-১৬০০ সালে।
১৪.অখন্ড বাংলার স্বপ্নদ্রষ্টা ছিলেন কে?
-আবুল হাশিম।
১৫.মুক্তিযুদ্ধকালে প্রকাশিত প্রত্রিকা কোনটি?
-জয় বাংলা।
১৬.বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে?
-সৈয়দ আলী আহসান।
১৭.অপারেশন সার্চ লাইট কোন সালের ঘটনা?
-১৯৭১।
১৮.বর্তমানে দেশে সিটি কর্পোরেশন রয়েছে কতটি?
-১২টি।
১৯.বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?
-৫০টি ।
২০.যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে?
-বরিস জনসন।
২১.পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত বন কোনটি?
-আমাজন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    0 Replies 
    71 Views
    by bdchakriDesk
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]