Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5051
১.২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়?
-কাতার
২.ইসলামিক সহযোগিতা সংস্থা এর দাপ্তরিক ভাষার সংখ্যা কত?
-৩
৩.নৈরাজ্য কোন তত্ত্বের মূল উপাদান?
-বাস্তববাদ
৪.সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ এর জনপ্রিয় নাম কী?
-তারকা যুদ্ধ
৫.২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ ২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
-১৯৬
৬.মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?
-১৯৮২ সালে।
৭.গুয়াম এর গভর্নরের নাম কী?
-এ্যডি ক্যালভো।
৮.অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিন কে?
-ভি আই লেনিন
৯.পিং পং এর অর্থ কী?
-টেবিল টেনিস ।
১০.বেল্ট ও রোড ইনিসেয়ভি প্রস্তাব করেছে –
-চীন।
১১.কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
-আশিয়ান।
১২.সার্কের সদর দপ্তর কোথায়?
-কাঠমান্ড।
১৩.আনসার এর সদর দপ্তর কোথায়?
-জেনেভা।
১৪.ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
-ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।
১৫.বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভৃক্ত?
-অস্ট্রিক।
১৬.ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে?
-শায়েস্তা খান।
১৭.বাংলাদেশে রোপা আমন কাটা হয় কোন মাসে?
-অগ্রহায়ণ-পৌষ মাসে।
১৮.বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে কত বার?
-১৬ বার।
১৯.ময়নামতির প্রাচীন নাম কী?
-রোহিতগিরি।
২০.বাংলাদেশের জাতীয় দিবস কবে?
-২৬ মার্চ।
২১.ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করা হয় কত সালে?
-১৬১০ সালে।
২২.প্রাচীন চন্ডীদ্বীপের বর্তমান নাম কী?
-বরিশাল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3246 Views
    by rana
    0 Replies 
    1828 Views
    by rana
    0 Replies 
    11750 Views
    by rana
    0 Replies 
    11563 Views
    by rana
    0 Replies 
    2442 Views
    by shanta

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]